কেন্দ্রীয় কমিটির পর এবার সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীতে জায়গা করে নিলেন লড়াকু যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। পার্টির নতুন রাজ্য সম্পাদকমণ্ডলীতে মীনাক্ষীর সঙ্গে জায়গা হয়েছে আরও এক নতুন মুখের। তিনি হলেন পূর্ব বর্ধমানের নেতা সৈয়দ হোসেন।
সোমবার দলের রাজ্য কমিটির বৈঠক হয় মুজাফফর আহমেদ ভবনে। ওই বৈঠকে সভাপতিত্ব করেন রামচন্দ্র ডোম। সেখানেই এই তালিকা চূড়ান্ত হয়। বয়সজনিত কারণে রাজ্য কমিটি থেকে আগেই বাদ পড়েছিলেন দুই প্রবীণ নেতা জীবেশ সরকার ও অমিয় পাত্র। এবার সম্পাদকমণ্ডলী থেকেও বাদ পড়লেন তাঁরা। শুধু মীনাক্ষী মুখোপাধ্যায় নন, পূর্ব বর্ধমানের সৈয়দ হোসেনকেও রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য করা হয়েছে। এর ফলে, সবমিলিয়ে বর্ধমান থেকে তিনজন নবগঠিত সম্পাদকমণ্ডলীতে জায়গা করে নিলেন। যদিও, মীনাক্ষী সরাসরি জেলা থেকে রাজ্য কমিটিতে আসেননি। ডিওয়াইএফআইয়ের সম্পাদক হওয়ার সুবাদে তাঁকে রাজ্য কমিটিতে নিয়েছিল সিপিএম।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন