সদ্য চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। প্রাথমিক ৩২০০০ চাকরি বাতিল মামলা। ২৮ এপ্রিল মামলার মূল পর্বের শুনানি শুরু হবে কলকাতা হাইকোর্টে নতুন বেঞ্চে। জানিয়ে দিল বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। গত ৭ এপ্রিল এই সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু তা হয়নি কারণ ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে অব্যাহতি নেন বিচারপতি সৌমেন সেন।
'অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই নিয়োগ। এর পাশাপাশি সংরক্ষণ নীতি না মানে। একাধিক কারণে ৩২০০০ চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ। সুপ্রিম কোর্ট ঘুরে ডিভিশন বেঞ্চে আপাতত চাকরি বাতিলে স্থগিতাদেশ রয়েছে। সোমবার জানা গেল কোন বেঞ্চে এবং কবে সেই মামলার শুনানি হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন