অসুস্থ রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ইতিমধ্যে তাঁকে ভর্তি করানো হয়েছে কমান্ড হাসপাতালে। জানা গিয়েছে, তাঁর বুকে ব্যথা রয়েছে। অসুস্থ রাজ্যপালকে দেখতে হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, "গভর্নর সাহেবকে দেখতে গিয়েছিলাম, ওঁর শরীরটা খারাপ। এখন মেদিনীপুরে যাচ্ছি ওখানে অনুষ্ঠান আছে।"
প্রাথমিকভাবে সূত্রের খবর, সোমবার সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপালের সুগার ফল করে ও আচমকা বুকে ব্যথা অনুভব করেন তিনি। এরপরেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজ্যপালকে। আপাতত কমান্ড হাসপাতালে চেস্ট ডিপার্টমেন্টে চিকিৎসকরা দেখছেন তাঁকে। এখনও পর্যন্ত অন্য কোনও হাসপাতালে রেফার করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কম্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন