বৃহস্পতিবার সাতসকালে জলপাইগুড়িতে সিবিআই হানা। প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মী দীপঙ্কর দাসের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান। যা নিয়ে শোরগোল ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি শহরের রেসকোর্স পাড়ায় পুলিশ কর্মী দীপঙ্কর দাসের বাড়িতে হানা দেয় সিবিআই এর একটি দল। বর্তমানে জলপাইগুড়ি জেলা পুলিশে কর্তব্যরত দীপঙ্কর দাস। একসময় প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। বৃহস্পতিবার রেসকোর্স এলাকায় তাঁর বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় জওয়ানরা। তারপর অভিযান চালায় সিবিআই। সিবিআই এর অফিসারেরা প্রায় দু-ঘন্টা বাড়ির ভেতর তল্লাশি চালান। বেশ কিছু কাগজপত্র খতিয়ে দেখেন তাঁরা। তবে কী কারণে এই তল্লাশি অভিযান তা স্পষ্ট নয়। সিবিআই আধিকারিকরাও কিছু স্পষ্ট করে জানাননি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন