পাকিস্তানে পরপর ড্রোন হামলা চালাচ্ছে ভারত। এবার ধ্বংস করে দেওয়া হয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম। বৃহস্পতিবার পাকিস্তানের ৯টি শহরে ড্রোন হামলা হয়েছে। শিয়ালকোট এবং লাহোরে এয়ার ডিফেন্স ইউনিটগুলি ভয়াবহ ক্ষতিগ্রস্থ হয়েছে।
সূত্র আরও জানিয়েছে যে চিনে তৈরি HQ-9 মিসাইল ডিফেন্স সিস্টেম ইউনিটগুলিতে আঘাত করা হয়েছিল। যার ফলে পাকিস্তানি সেনাবাহিনী কার্যকরভাবে প্রতিরক্ষাহীন হয়ে পড়েছে। সূত্রের খবর, ড্রোন হামলায় পাকিস্তানি সেনা সদর দফতরের ৯টি মিসাইল ডিফেন্স সিস্টেম ইউনিটের ব্যাপক ক্ষতি হয়েছে।
সূত্রের আরও খবর, বৃহস্পতিবার সকালে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বৃহত্তম শহর লাহোরের ওয়ালটন রোডে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় সংবাদমাধ্যমের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, লাহোরের রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাসিন্দারা ভয়ে তাঁদের বাড়িঘর থেকে বেরিয়ে রাস্তায় জড়ো হচ্ছেন। উল্লেখ্য, সীমান্ত উত্তেজনার কারণে লাহোর এবং শিয়ালকোটের বেশ কয়েকটি বিমান রুট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল আগেই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন