প্রায় ৭০০ কোটি টাকারও বেশি উন্নয়নমূলক কাজের পরিকল্পনা নিয়ে মুর্শিদাবাদ জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ৬ তারিখ মুর্শিদাবাদ জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী প্রায় ৪৭৪ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। এর সঙ্গে প্রায় ২২৯ কোটি টাকা ব্যয়ে আরও প্রায় ৭৪টি প্রকল্পের শিলান্যাস করবেন। মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসের অনুমোদন চেয়ে ইতিমধ্যে বিস্তারিত তালিকা মুখ্যমন্ত্রীর দপ্তরে জেলা প্রশাসনের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ৫ মে রাতে ট্রেনে করে এসে বহরমপুরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেদিন বহরমপুর সার্কিট হাউসে রাত্রিবাস করে পরের দিন সকালে সড়ক পথে পৌঁছে যাবেন সামশেরগঞ্জ ব্লকের ধুলিয়ান পুরসভা এলাকার কয়েকটি ওয়ার্ডে এবং গ্রামে। সেখানে সাম্প্রতিক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং দোকানদারদের সঙ্গে কথা বলে তাদের হাতে সরকারি ক্ষতিপূরণ তুলে দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন