পহেলগাঁওয়ে বর্বরোচিত হামলার জের। পাকিস্তান থেকে সমস্ত ধরনের আমদানি নিষিদ্ধ করল ভারত সরকার। সরাসরি কিংবা ঘুরপথেও ভারতে প্রবেশ করবে না পাকিস্তানি পণ্য। এমন ঘোষণা দেশের বাণিজ্য মন্ত্রকের।
কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তরফে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, "পাকিস্তানে তৈরি কোনও পণ্য সরাসরি বা ঘুরপথে ভারতে আমদানি করার ক্ষেত্রে অবিলম্বে নিষিদ্ধ করা হচ্ছে। পরবর্তী নির্দেশিকা জারি করা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।" ফরেন ট্রেড পলিসি (২০২৩) বা বৈদেশিক বাণিজ্য নীতিতে এই নিয়ে একটি শর্ত আরোপ করা আছে।
বিজ্ঞপ্তিতে ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড (ডিজিএফটি) জানান, দেশ তথা দেশবাসীর নিরাপত্তা এবং সরকারি নীতির স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি কোনও কিছু জরুরি প্রয়োজনে পাকিস্তান থেকে আমদানি করতে হয়, তাহলে ভারত সরকারের আগাম অনুমতি নিতে হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন