পাল্টা প্রত্যাঘাত করবেই পাকিস্তান। 'অপারেশন সিঁদুরে' আঁতে ঘা লেগেছে পাকিস্তানের। এবার তার বদলা নিতে চায়। এই বিষয়ে নিশ্চিত ভারতীয় বায়ুসেনাও। তাই প্রস্তুত তারাও। ইতিমধ্যেই হয়ে গিয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক। সূত্রের খবর, পহেলগাঁও হামলার প্রত্যাঘাতেই ভারত পাকিস্তানে ঢুকে 'অপারেশন সিঁদুর' চালিয়েছে। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের এই আঘাতের সেভাবে জবাব দিতে পারেনি পাকিস্তান। তবে এই প্রত্যাঘাত পাকিস্তানে সামরিক শক্তির থেকে বেশি আত্মবিশ্বাসে লেগেছে। তাই তারাও পাল্টা হামলা চালাতে পারে।
এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত ভারতীয় বায়ুসেনা। ইতিমধ্যেই নিজেদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন দেশের সবক’টি বায়ুসেনা কমান্ডের কর্তা এবং শীর্ষ আধিকারিকরা। জানা গিয়েছে, মূলত ভারতের আকাশ কীভাবে সুরক্ষা ব্যবস্থা দিয়ে সম্পূর্ণ মুড়ে ফেলা যায়, সেটাই ছিল আলোচনার মূল বিষয়বস্তু। এছাড়াও পাকিস্তানের দিক থেকে যদি স্ট্রাইক হয়, তাহলে কোন কমান্ডের কী দায়িত্ব থাকবে এবং কীভাবে এই প্রত্যাঘাতে জবাব আকাশ থেকে আকাশে দেবে, সেটাও কার্যত স্থির হয়ে গিয়েছে বলে বায়ুসেনা সূত্রে খবর।
পাকিস্তান ইতিমধ্যেই নিজেদের এয়ারস্পেস বন্ধ করে দিয়েছে। সংসদে জরুরি অধিবেশন ডেকেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সব দলকে একজোট থাকার অনুরোধ করেছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন