Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

উত্তরপত্রে ভুলের অভিযোগ; খতিয়ে দেখতে এক্সপার্ট কমিটি গঠন

 ১:৩২ PM     India     No comments   

 

গত শনিবার ঘোষিত হয়েছে CBSE বোর্ডের প্রথম টার্মের পরীক্ষার ফলাফল। তবে, দশম শ্রেণির পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলেও, দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল কবে ঘোষণা করা হবে, সেই নিয়ে এখনও সঠিক ভাবে কিছুই জানানো হয়নি বোর্ডের তরফে।

এই পরীক্ষার ফলাফল ঘোষণার পাশাপাশি, পরীক্ষার উত্তরপত্রও প্রকাশ করা হয়েছে বোর্ডের তরফে। সেই উত্তরপত্র নিয়ে যদি কোনও সন্দেহ থাকে, তার জন্য একটি ডিসপিউট রিড্রেসাল মেকানিজম চালু করার কথাও ঘোষণা করা হয় CBSE-র তরফে। 

এই ডিসপিউট রিড্রেসাল মেকানিজমের মাধ্যমে ওডিয়া বিষয়ের বেশ কিছু প্রশ্নের উত্তর ভুল দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ফলে, এই বিষয়টিতে ভালো করে খতিয়ে দেখার জন্য একটি এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছে। যে সকল প্রশ্নগুলিতে ভুল রয়েছে বলে অভিযোগ করা হয়েছে, সেই প্রশ্নগুলি খতিয়ে দেখবে এই কমিটি। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ইসলামে হিজাব অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয়; রায় দিল আদালত

 ১২:৫৩ PM     India     No comments   

কর্নাটক হাইকোর্টে বড় ধাক্কা খেলেন হিজাবের পক্ষে আন্দোলনরত পড়ুয়ারা। হিজাব পরা বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয়, রায় দিল আদালত। খারিজ হয়ে গেল হিজাব পরা নিষিদ্ধ করার বিপক্ষে হাই কোর্টে দায়ের হওয়া সমস্ত পিটিশন।

এর ফলে হাই কোর্টে জয় হল রাজ্য সরকারেরই। রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন পড়ুয়ারা। হিজাব নিয়ে রায়ের জেরে গোলমালের আশঙ্কা করে কর্নাটক সরকার এক সপ্তাহের জন্য বেঙ্গালুরু শহরে বড় জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ম্যাঙ্গালুরুতেও ১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত বন্ধ সমস্ত বড় জমায়েত। হিজাব বিতর্কের ভরকেন্দ্র উদুপিতে মঙ্গলবার বন্ধ সমস্ত স্কুল, কলেজ। এই রায়দানের আগে কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে কোনও জমায়েত করা নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছিল। ১৯ মার্চ পর্যন্ত বেঙ্গালুরুতে যাবতীয় জমায়েত, বিক্ষোভ, আন্দোলনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ১৪ মার্চ, ২০২২

সরকারি চাকরিতে বদলির নীতি বদলাল রাজ্য!

 ১০:৪৪ PM     kolkata     No comments   

 

বড় সিদ্ধান্ত নিল সরকার। সরকারি শিক্ষক-চিকিৎসকদের জন্য নতুন বদলি নীতি প্রকাশ করল স্বাস্থ্যদফতর। তাতে গোটা রাজ্যকে চারটি জোনে ভাগ করে দীর্ঘদিনের চাহিদা মেটানো হল। নির্দেশে জানানো হয়েছে, কলকাতা সংলগ্ন শহরতলির বাইরে বাংলার যে বিস্তীর্ণ জেলা আছে , বিশেষ করে পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গ, চাকরি জীবনের অন্তত অর্ধেকটা সময় সেখানে একলপ্তে বা পর্যায়ক্রমে কাটাতেই হবে শিক্ষক-চিকিৎসকদের।

তবে স্বাস্থ্য পরিষেবা ক্যাডার কিংবা প্রশাসনিক ক্যাডারদের মতো স্বাস্থ্য-শিক্ষা বিভাগের আওতায় থাকা শিক্ষক-চিকিৎসকদের যে নিয়মিত রুটিন বদলি হবে না, সে কথাও ওই নির্দেশিকাতে বলা হয়েছে। বলা হয়েছে, 'শিক্ষক-চিকিৎসকদের বদলি হবে একমাত্র চিকিৎসা ও মেডিক্যাল পঠনপাঠনকে কেন্দ্র করে উৎকর্ষ বাড়াতে। রাজ্যের সবকটি মেডিক্যাল কলেজ ও স্নাতকোত্তর পাঠের হাসপাতালগুলিকে ভাগ করা হয়েছে চারটি জোনে। এর মধ্যে কলকাতা হল জোন-১। কলকাতা সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিকে নিয়ে জোন-২। পশ্চিমাঞ্চলের জেলাগুলিকে নিয়ে জোন-৩। এবং উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে জোন-৪। 

আরও বলা হয়েছে, চাকরি জীবনের শুরুতে নিজের পছন্দের জোন বা এলাকায় কাজ করতে পারবেন একজন শিক্ষক-চিকিৎসক। তার মধ্যে কলকাতা ও শহরতলিও থাকতে পারে।  

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অবশেষে নতুন চেয়ারম্যান পেল এয়ার ইন্ডিয়া!

 ৬:১১ PM     India     No comments   

 


এবার এয়ার ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন নটরাজন চন্দ্রশেখরণ। এই খবর জানিয়েছেন টাটা সন্সের এক মুখপাত্র। নটরাজন চন্দ্রশেখরণ টাটা সন্সের চেয়ারম্যান।

এর আগে তুরস্কের ইল্কার আইসি-কে এয়ার ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ ঘোষণা করেছিল টাটা গ্রুপ।

কিন্তু, ভারতে এই নিয়োগ নিয়ে প্রচুর বিরোধিতা হয়। এর জেরে টাটার এয়ার ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ হতে অস্বীকার করেন ইল্কার আইসি।  

টাটা সন্সের চেয়ারম্যান ও টাটা পরিচালিত শতাধিক সংস্থার প্রোমোটার এন চন্দ্রশেখরণ। ২০১৬ সালের অক্টোবর মাসে টাটা সন্সের বোর্ডে যোগ দেন তিনি। এর পর ২০১৭ সালের জানুয়ারি মাসে তাঁকে চেয়ারম্যান নিযুক্ত করা হয়। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধ থেকে শুরু ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাররণ!

 ৫:৪৭ PM     India     No comments   

 

নয়া উদ্যোগ নিল সরকার। ১৬ মার্চ(বুধবার) থেকে ১২-১৪ বছর বয়সীদের কোভিড টিকাকরণ শুরু হচ্ছে। তাদের দেওয়া হবে হায়দরাবাদের বায়োলজিক্যাল ইভানসের তৈরি কোভিড টিকা কর্বেভ্যাক্সের ডোজ। দেশবাসীকে এই সুখবর দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

এর পাশাপাশি ওই দিন থেকেই ষাটোর্ধ্ব সবাইকে বুস্টার ডোজও দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আজ হিন্দিতে করা টুইটে যা লিখেছেন তার মর্মার্থ হল, "বাচ্চারা সুরক্ষিত থাকলে দেশও সুরক্ষিত থাকবে। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ১৬ মার্চ ১২ থেকে ১৩ ও ১৩ থেকে ১৪ বছর বয়সী বাচ্চাদের কোভিড টিকাকরণ শুরু হচ্ছে। একইসঙ্গে ষাটোর্ধ্ব বয়সের সবাই এ বার প্রিকশন ডোজ নিতে পারবেন। বাচ্চাদের পরিজন ও ষাটোর্ধ্ব বয়সের লোকেদের কাছে আমার আবেদন, তাঁরা যেন অবশ্যই টিকা নিয়ে নেন।" 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ফের বদলে গেল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সূচি; উচ্চমাধ্যমিক নিয়ে বাড়ল ধোঁয়াশা

 ৪:৩৩ PM     kolkata     No comments   

 

বদলে গেল সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ। বিজ্ঞপ্তি দিয়ে নতুন সময়সূচি ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ১৬ এপ্রিলের পরিবর্তে এবার জেইই মেন শুরু হবে ২১ এপ্রিল থেকে। বিজ্ঞপ্তি জারি করে তারা জানিয়েছে, ২১ এপ্রিল থেকে হবে পরীক্ষা। কেন সূচিতে পরিবর্তন? ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে,  একাধিক পরীক্ষার্থী জানিয়েছে যে বোর্ড পরীক্ষার সঙ্গে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার সূচিতে সংঘাত হচ্ছে।

পরীক্ষার্থীর আবেদনে সাড়া দিয়েই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে এনটিএ। বিজ্ঞপ্তিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে এবং তাঁদের সমস্যার পাশে দাঁড়াতে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স-এর সেশন -১ –এর সূচি পরিবর্তন করা হল। 

২১, ২৪, ২৫, ২৯ এপ্রিল এবং ১, ৪ মে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স হবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এর আগে ১৬ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা ছিল। উচ্চমাধ্যমিক পরীক্ষার সঙ্গে সূচি সংঘাতের জেরে এরাজ্যে আগেই সংশ্লিষ্ট পরীক্ষার দিন বদল করা হয়েছে। ১৬ এপ্রিলের বদলে কয়েকটি পরীক্ষা ১৩ এপ্রিল। ১৮ এপ্রিল একাধিক পরীক্ষার দিন বদলে ২৫ এপ্রিল পরীক্ষা। ২০ এপ্রিল অর্থনীতির পরীক্ষা হবে ২৬ এপ্রিল। ১৩ এপ্রিলের পরীক্ষা পিছিয়ে নেওয়া হবে ১৮ এপ্রিল।  ২০ এপ্রিলের বদলে ২৬ এপ্রিল শেষ হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। শেষ হবে ২৬ এপ্রিল।  

দেশের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির মতো শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারের স্নাতক স্তরে ভর্তি হতে পারে। জেইই মেনে উত্তীর্ণ হলেই তবে জেইই অ্যাডভান্স পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যায়।  অন্যান্য রাজ্যের বোর্ড পরীক্ষার মতোই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বড় অংশ সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সে বসে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন, "২ এপ্রিল উচ্চমাধ্যমিক শুরু হওয়ার কথা। পরীক্ষা সূচির সামান্য পরিবর্তন হতে পারে।" সেই অনুযায়ী গত সপ্তাহে সাংবাদিক বৈঠকে সংসদ জানিয়ে দেয় পরিবর্তিত সূচি। এপ্রিল মাসের ২ থেকে ২০ তারিখ পর্যন্ত রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল। এরপর সংসদ সভাপতি জানান, ২ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হলেও ২০ এপ্রিলের পরিবর্তে ২৬ এপ্রিল পরীক্ষা শেষ হবে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

পদ ছাড়তে চাইলেও ওয়ার্কিং কমিটির বাধায় সোনিয়ারা ফের স্বপদে!

 ১:০৩ PM     India     No comments   

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা। আর এর পরেই রবিবার কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে পদত্যাগ করতে চেয়েছিলেন দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধীদ। এর পাশাপাশি, তাঁর পুত্র ও কন্যা যথাক্রমে রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধীও তাঁদের দলীয় পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন। তবে সর্বসম্মতভাবে তাঁদের সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে সিডব্লিউসি।

এমনই দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর। 

সংবাদসংস্থা এএনআই-কে তিনি বলেন, "কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছিলেন যে, তিনি ও তাঁর পরিবারের সদস্য রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা সব দলীয় পদ ত্যাগ করার জন্য প্রস্তুত আছেন। তবে আমরা সবাই সেই প্রস্তাব খারিজ করে দিই।" পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের যে ফল হয়েছে, তা নিঃসন্দেহে গভীর উদ্বেগের বলে উল্লেখ করেছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার বৈঠকের পর দলের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেন, "সিডব্লিউসি সর্বসম্মত ভাবে সোনিয়া গান্ধীর নেতৃত্বের উপর ফের আস্থা রেখেছে এবং তাঁকেই সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য অনুরোধ করেছে। এ ছাড়াও সাংগঠনিক দুর্বলতাগুলি খুঁজে বের করা, দলে কী কী বদল প্রয়োজন তা নিয়েও আলোচনা করেছে সিডব্লিউসি।" 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates