Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বুধবার, ২৭ জুলাই, ২০২২

বড় সিদ্ধান্ত নিল সরকার; শোকজ হতে পারেন শিক্ষকরা! পড়ুন

 ৩:৩০ PM     kolkata     No comments   

 

বড় সিদ্ধান্ত নিল শিক্ষা সংসদ। খাতা দেখায় গাফিলতির জেরে, শোকজ হতে পারেন পরীক্ষকরা। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে এমনটাই পাওয়া গিয়েছে। মঙ্গলবার প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা (পোস্ট পাবলিকেশন রিভিউ) পিপিআর বা রিভিউ ও (পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি) পিপিই বা স্ক্রুটিনির ফলাফল।

এই ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা গিয়েছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় খাতা দেখার ক্ষেত্রে বিস্তর গাফিলতি করেছেন শিক্ষকরা। মাধ্যমিকের রিভিউ ও স্ক্রুটিনির ফলাফলে যেখানে মাত্র তিন শতাংশ ছাত্রছাত্রীর নম্বর বেড়েছে, সেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রায় ২০ শতাংশ ছাত্রছাত্রীর নম্বর বৃদ্ধি পেয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতার রিভিউ ও স্ক্রুটিনির ফলাফল প্রকাশের পর দেখা গিয়েছে, স্ক্রুটিনিতে ৮,৩৬১টি এবং রিভিউয়ে ৮৫,২২৭টি আবেদন জমা পড়েছিল। মূল্যায়ন হয়েছে ১৮,৫৭৬ জনের। তাঁদের নম্বরের বড়সড় পরিবর্তন ধরা পড়েছে সংসদের চোখে। যা বিগত কয়েক বছরের তুলনায় সর্বাধিক। প্রায় ১৯.৮৫ শতাংশ ছাত্রছাত্রীর নম্বর বৃদ্ধি হওয়ায় পরীক্ষকদের খাতা দেখার মান নিয়ে প্রশ্ন উঠেছে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

একাধিক ব্যক্তির নাম অর্পিতার মুখে; তৃণমূলের বহু নেতা আতঙ্কিত

 ১১:৫৬ PM     kolkata     No comments   

সল্টলেক সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর কনফারেন্স রুমের মধ্যেই একটি অস্থায়ী লকআপ তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে সেই অস্থায়ী লকআপে আনা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। সেখানেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে এদিন সকাল সাড়ে দশটার সময় ইডির তিনজন আধিকারিক জিজ্ঞাসাবাদ শুরু করেন। পার্থর বাড়ি থেকে ২০২১ সালে টেটের সংশোধিত ফল পাওয়া গিয়েছে।

এর পাশাপাশি উদ্ধার হয়েছে প্রাইমারি এডুকেশন দফতরের সভাপতির একটি নোট। জানা গিয়েছে, ওই সকল উদ্ধার হওয়া নথিপত্র দেখিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে ইডির গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছে।  জেরায় একাধিক প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গিয়েছেন। ইডি সূত্রের খবর, জেরা চলাকালীন পার্থ চট্টোপাধ্যায় একাধিকবার নিজের অসুস্থতার কথা জানান এবং তিনি বলেন, "এই সকল বিষয় বহু বছর আগেকার। আমার এই মুহূর্তে কিছু মনে পড়ছে না।" মঙ্গলবার সকাল থেকে অর্পিতা মুখোপাধ্যায়কেও জেরা শুরু করেছেন ইডির মহিলা আধিকারিকরা। পার্থ 'ঘনিষ্ঠ' অর্পিতার বয়ান রেকর্ড করা হচ্ছে বলে জানা গিয়েছে। পাশাপাশি সমস্ত জেরা প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হচ্ছে। এদিন অর্পিতা মুখোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয় তিনি কতবার এবং কার কার সঙ্গে বিদেশ ভ্রমণ করেছিলেন। তাঁর হরিদেবপুরের ডায়মন্ড সিটি সাউথ আবাসন থেকে একাধিক বিদেশি মুদ্রা উদ্ধার হয়। এসএসসি দুর্নীতি কাণ্ডের সঙ্গে এই বিদেশী মুদ্রার কি যোগ রয়েছে, তা জানার চেষ্টা করেন গোয়েন্দারা। জেরায় অর্পিতা মুখোপাধ্যায় বেশ কয়েকজন ব্যক্তির নাম নিয়েছেন। তবে সঠিক কাদের নাম নিয়েছেন সেই সম্পর্কে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শিক্ষক-শিক্ষিকার বদলি; নয়া নির্দেশ আদালতের

 ৭:২২ PM     kolkata     No comments   

 

শিক্ষক বদলির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশ কলকাতা হাইকোর্টের। সম্প্রতি এক মামলায় আদালত স্পষ্টই জানায় স্বাস্থ্য সংক্রান্ত কারণে যদি কোনও শিক্ষক বদলির আবেদন করেন তাহলে তা নিয়ে আলোচনা-পর্যালোচনা করার এক্তিয়ার নেই স্কুলের। এই নিয়ে কোনওরকম প্রশ্ন থাকলে স্থানীয় ব্লক স্বাস্থ্য আধিকারিক বা সমতুল পদাধাকারিকের কাছে ওই সমস্ত চিকিৎসার নথি পাঠাতে হবে।

এর সঙ্গে স্কুলে শিক্ষক কম এই যুক্তিতেও কোনও বদলির আবেদন ফেরানো যাবে না। এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। পুরুলিয়ার ঝালদার বামুন ডিহি জুনিয়র হাইস্কুলের শিক্ষিকা সরস্বতী পূর্তি নানা রকম স্ত্রী রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন পুরুলিয়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শারীরিক অবস্থা যে খারাপ তা লিখিতভাবে জানিয়েছে হাসপাতালও। ২০১০ সাল থেকে কর্মরত আছেন ওই শিক্ষিকা। অবশেষে স্বাস্থ্য সংক্রান্ত কারণে এই বছর ২৫ ফেব্রুয়ারি বদলির আবেদন করেন ওই শিক্ষিকা। কিন্তু এনওসি দেয়নি স্কুল। বলা হয় পড়ুয়ার তুলনায় শিক্ষিকার অভাব রয়েছে তাই তাঁকে ছাড়া সম্ভব নয়। এর পাশাপাশি স্বাস্থ্য সমস্যা নিয়েও প্রশ্ন তোলা হয়। এরপরই আদালতের দ্বারস্থ হন ওই শিক্ষিকা। সেই মামলাতেই এই নির্দেশ দিল আদালত। এবার ওই শিক্ষিকাকে অবিলম্বে এনওসি দিতে হবে স্কুল কর্তৃপক্ষকে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

তদন্তে সহযোগিতা করছেন না পার্থ! গুরুত্বপূর্ণ তথ্য দিলেন অর্পিতা

 ৫:৩০ PM     kolkata     No comments   

 

গতকাল ভুবনেশ্বর থেকে উড়িয়ে আনার পর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পার্থ চট্টোপাধ্যায় ও তার সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করছে ইডি। অর্পিতা সেই জেরায় সহযোগিতা করলেও পার্থ তা করছেন না বলে ইডি সূত্রে খবর। ফলে দুজনকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা বাড়ছে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার সকাল সাড়ে নটা থেকে টানা জেরা করা হচ্ছে পার্থ ও অর্পিতাকে। ইডির কনফারেন্স রুমে একটি অস্থায়ী লকআপ তৈরি করে সেখানেই জেরা চলছে পার্থক। অন্যদিকে, ইডির যে লকআপ রয়েছে সেখানেই জেরা করা হচ্ছে অর্পিতাকে। 

ইডি সূত্রে খবর, আজকের জেরায় সহযোগিতা করছেন অর্পিতা। তার কাছ থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। তবে পার্থ চট্টোপাধ্যায় বেশকিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন বলেই জানা যাচ্ছে। ডায়মন্ড সিটির অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি ৯০ লাখ টাকা। সেই টাকার উত্স কী? ওই টাকার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্ক কোথায়, এটাই এখন ইডির কাছে মূল প্রশ্ন। এ ব্যাপারে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য অর্পিতা দিয়েছেন বলে খবর। 

প্রসঙ্গত, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে উদ্ধার হওয়া 'কালো ডায়েরি' ঘিরে ক্রমশ রহস্যের বাড়ছে। ইডি সূত্রে খবর, অর্পিতা মুখার্জির বাড়িতে যে ডায়েরি উদ্ধার হয়েছে, সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। যদিও সেখানে সাংকেতিক ভাষায় লেখা রয়েছে। আর যারফলেই রহস্যের পারদ ক্রমশ চড়ছে। কোড ল্যাঙ্গুয়েজে কী লেখা রয়েছে ওই ডায়েরিতে? তা জানতে মরিয়া ইডি আধিকারিকরা। আর সেই কারণেই বিশেষজ্ঞদের সাহায্য নিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ডায়েরির কোড ল্যাঙ্গুয়েজ ডিকোড করার জন্য আজ তাই বিশেষজ্ঞদের ডাকা হয়েছে ইডি অফিসে।  

ইডি সূত্রে খবর, অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে একটি কালো রঙের ডায়েরি ও একটি পায়োনিয়রের নোটবুক।

দুটিতেই চাকরিপ্রার্থীদের নাম লেখা রয়েছে বলে ইডি সূত্রে খবর পাওয়া গিয়েছে। ওই ডায়েরি ঘেঁটে এধরনের বহু চাকরিপ্রার্থীর নামের তালিকা তৈরি করছে ইডি। তালিকা ধরে ধরে তদন্তকারীরা মিলিয়ে দেখবেন যে, তাঁরা সবাই চাকরি পেয়েছেন কিনা। ওই চাকরিপ্রার্থীদের সঙ্গেও কথা বলবেন ইডি আধিকারিকরা। এমনটাই জানা গিয়েছে। প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা ইডি-এর হাতে গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়।  

অর্পিতা মুখোপাধ্যায়ের হরিদেবপুরে ফ্ল্যাটে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানে পাওয়া গিয়েছে অনেক কিছুই! তারমধ্যে সিজার লিস্টে দুটি ডায়েরির কথা উল্লেখ করা হয়েছে। কীসের ডায়েরি? ইডি সূত্রের খবর, একটি ৪০ পাতার, আর একটি ১১ পাতার। অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে দুটি ডায়েরি উদ্ধার হয়েছে। ৪০ পাতার কালো ডায়েরিটির উপর আবার লেখা, শিক্ষা দফতর, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সঙ্গে উদ্ধার হয়েছে ১১ পাতার একটি পকেট ডায়েরিও। 

তদন্তকারীদের দাবি, অর্পিতার মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত যেসব নথি পাওয়া গিয়েছে, তাতেও তাঁর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের যোগসূত্রের স্পষ্ট প্রমাণ মিলেছে।  শুধু তাই নয়, শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিভিন্ন নথি অর্পিতার ফ্ল্যাটেই লুকিয়ে রেখেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এখন ইডি সূত্রে খবর, তদন্তে অর্পিতা সহযোগিতা করলেও পার্থ চ্যাটার্জি করছেন না। জেরায় ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন অর্পিতা। কিন্তু উত্তর এড়াচ্ছেন পার্থ। কনফারেন্স হলে অস্থায়ী লক-আপ তৈরি করে পার্থকে রাখা হয়েছে। আর ইডির লক-আপে আছেন অর্পিতা। দুজনকে জেরা করে এই দুর্নীতির সঙ্গে জড়িত 'অদৃশ্য' হাতদের সন্ধান চায় ইডি। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

পার্থ চট্টোপাধ্যায়ের পর পালা মানিকের? প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে তলব করল ইডি

 ৪:৫০ PM     kolkata     No comments   

 

নিয়োগ দুর্নীতিতে বেশ চাপে শাসকদল তৃণমূল। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী কাল, বুধবার বেলা ১২টায় তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের জেরে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে মানিক ভট্টাচার্যকে অপসারণ করা হয়েছিল।

বলে রাখা ভাল,  এই মামলায় এর আগেই তাঁকে সিবিআই তলব করেছিল। কিন্তু সেবার হাজিরা এড়িয়ে যান তিনি। এবার নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর তাঁকে ইডির তলব বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 

সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। সেদিনই দুর্নীতিতে অভিযুক্ত মোট ১৩ জনের বাড়িতে তল্লাশি চালানো হয়। যে তালিকায় ছিলেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যও। ইডি সূত্রে খবর, সেদিন তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল বিভিন্ন নথি। পাওয়া গিয়েছিল সিডিও। তারই সূত্র ধরে একাধিক তথ্য উঠে আসে ইডির হাতে। সেই সংক্রান্ত বেশ কিছু প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই মানিককে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। এই সিজিও কমপ্লেক্সেই আপাতত ইডির হেফাজতে রয়েছেন পার্থ 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়। আলাদা ভাবে রাখা হয়েছে পার্থকেও। তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

টেট দুর্নীতিতে নাম জড়াল পার্থ চট্টোপাধ্যায়ের!

 ৪:২৯ PM     kolkata     No comments   

 

স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতিতে আগেই নাম জড়িয়েছে তৃণমূলের হেভি-ওয়েট নেতাদের।  তার জেরে এখন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইডির হেফাজতে। এবার তাঁর নাম জড়াল এবার টেট দুর্নীতিতেও। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে মিলেছে ২০১২ সালের টেট উত্তীর্ণদের সংশোধিত তালিকার নথি। কেন এই নথি ছিল তাঁর বাড়িতে?‌ এই নিয়ে এখন প্রশ্ন আধিকারিকদের।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে মিলেছে টেটের নথি। পার্থর বাড়ির থেকে প্রাপ্ত জিনিসপত্রের সিজার লিস্টের ১৫ নম্বরে এই নথির কথা উল্লেখ করেছে ইডি। ২০১২ সালের টেটের প্রথম তালিকা বাতিল করে দ্বিতীয় তালিকা প্রকাশিত হয়। সিজার লিস্টের ১৩ নম্বরে উল্লেখ করা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে মিলেছে শিক্ষক নিয়োগ, বদলি সংক্রান্ত নথি এবং অ্যাডমিট কার্ড। আর তা নিয়ে এখন সরগরম রাজ্য–রাজনীতি। সিজার লিস্টে তারও উল্লেখ রয়েছে। টেট দুর্নীতিতে সরাসরি যোগ রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে টেটের নথি। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

পার্থকাণ্ডে নাম জড়াল প্রভাবশালী আর এক তৃণমূল নেতার; অযোগ্য ১৯৫ জনের চাকরি; সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ

 ১২:৫১ PM     kolkata     No comments   

 

এসএসসি দুর্নীতিকাণ্ডে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের পর মন্ত্রীর সঙ্গে বিভিন্ন যোগসূত্র খুঁজছে কেন্দ্রের তদন্তকারীর দল। এই তদন্তেই নাম জড়াল শিলিগুড়ির এক প্রভাবশালী নেতার।

অযোগ্য শতাধিক প্রার্থীদের চাকরি দেওয়ার পিছনে তাঁর হাত আছে বলেও জানা গিয়েছে। এমনকি, তৃণমূল নেতার বাড়িতেও যাওয়া-আসা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। 

ইডি সূত্রে খবর, শিলিগুড়ির ওই তৃণমূল নেতা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীও। তাঁর এবং কয়েকজন তৃণমূল কাউন্সিলরের সঙ্গে শিল্পমন্ত্রীর বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।  সেখানকার ১৯৫ জন পরীক্ষার্থী সম্পূর্ণ সাদা খাতা জমা দিয়েও চাকরি পেয়ে গিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায়ের সুপারিশেই তাদের চাকরি হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। 

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কয়েকজনের মাধ্যমে টাকা আদান প্রদান করা হত এবং সবের মূলে ছিলেন ওই তৃণমূল নেতা। এছাড়া, আর কার কার সঙ্গে যোগ রয়েছে সেদিকটিও খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, উত্তরবঙ্গের পার্থ চট্টোপাধ্যায় বেশ জনপ্রিয়। তাই খোঁজ পেয়েই কয়েকজন ইডি আধিকারিক পৌঁছে গিয়েছে শিলিগুড়ি। চলছে পুঙ্খানুপুঙ্খ তদন্ত। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates