বঙ্গ বিজেপিতে ফের তোলপাড। দলের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের একটি ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক। ওই পোস্টে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই, বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারীর করা স্কুল সার্ভিস কমিশনে নিয়োগের সুপারিশের কথা উল্লেখ করে জগন্নাথের মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পোস্টে রাজ্যের কোন নেতা এসএসসিতে চাকরির জন্য কত সুপারিশ করেছেন, সেই সম্পর্কিত একটি তালিকা দিয়েছিলেন তিনি। ওই তালিকার প্রথমেই ছিল দিব্যেন্দুর নাম। দিব্যেন্দু ছাড়াও পোস্টে প্রাক্তন আইপিএস তথা বর্তমান বিজেপি নেত্রী ভারতী ঘোষের নাম উল্লেখ করেন জগন্নাথ। দলের জাতীয় মুখপাত্রের তালিকাতেও রয়েছেন ভারতী। শুক্রবার রাতে জগন্নাথ পোস্টে সেইসঙ্গে লেখেন, কোনও সেটিং নেই, কেউ ছাড় পাবেন না। একটু সময় লাগতে পারে! এভাবে সরাসরি দলেরই এক নেতা বিরোধী দলনেতার ভাইকে টার্গেট করায় আলোড়ন শুরু হয় বঙ্গ বিজেপিতে। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত, শুভেন্দুর পরিবারের ক্ষমতা খর্ব করতে বঙ্গ বিজেপির একটা বড় অংশ যে বেশ সক্রিয়, তারই এবার বহিঃপ্রকাশ ঘটল এদিন।
শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
শ্রীলঙ্কার বিরুদ্ধে লজ্জার রেকর্ড টিম অস্ট্রেলিয়ার!
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চোটে জর্জরিত অস্ট্রেলিয়া। এবার আরও বড় ধাক্কা খেল অজি শিবির। শ্রীলঙ্কার মাটিতে লজ্জার রেকর্ড টিম অস্ট্রেলিয়ার। শুক্রবার দ্বিতীয় তথা শেষ একদিনের ম্যাচে ১৭৪ রানে হারতে হল তাদের। কলম্বোয় ২৮২ রান তাড়া করতে নেমে মাত্র ১০৭ রানে অলআউট হয়ে যায় স্মিথরা। এশিয়া উপমহাদেশে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর। মাত্র ২৮ রানে শেষ ৭ উইকেট হারায় অজিরা। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাক্কালে এই রেজাল্টে মনোবল ধাক্কা খাবে। ম্যাচ শেষে অন্তর্বর্তী অধিনায়ক স্টিভ স্মিথ বলেন, 'এই রেজাল্ট আমরা চাইনি। আমরা একাধিক প্লেয়ারকে সুযোগ দিয়েছি। সবাই খেলার সুযোগ পেয়েছে। তবে শ্রীলঙ্কাকে কৃতিত্ব দিতেই হবে। ওদের সিরিজ জয় প্রাপ্য। আমরা কলম্বোতে একটু সমস্যায় পড়েছি। ওদের বোলাররা অসাধারণ বল করেছে।'
বৃষ্টি দিয়েই এবারের শীতের বিদায় বঙ্গে; ভাসবে কলকাতা
এবারের শীতের বিদায় বৃষ্টি দিয়েই। ১৯ ফেব্রুয়ারি বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু। বৃষ্টি চলবে ২০ তারিখে বৃহস্পতিবার। পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবর্ত। জোড়া সিস্টেমে বৃষ্টি দিয়েই শীত বিদায় বঙ্গে। সোমবার রাত থেকে তাপমাত্রা বৃদ্ধি রাজ্যে। উত্তর এবং দক্ষিণে ধাপে ধাপে তাপমাত্রা বৃদ্ধি। উত্তরের দুই পার্বত্য জেলায় বৃষ্টির সম্ভবনা আজও। মঙ্গলবার থেকেই বাতাসে জলীয় বাষ্পের পরিমান বাড়তে শুরু করবে। মঙ্গলবার থেকেই শীতের অনুভূতি বিলুপ্ত। সেদিন বিকেলের পর থেকেই আংশিক বা সম্পূর্ণ মেঘলা আকাশ। আসামে রয়েছে ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিপরীত ঘূর্ণাবর্ত। এছাড়াও জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে।
দক্ষিণবঙ্গে রবিবার রাতের আগে পর্যন্ত খুব উল্লেখ্যযোগ্য পারদ উত্থান পতন নেই। হওয়া বদল হবে সোমবার রাতের পর থেকে। মঙ্গলবার থেকে জেলায় জেলায় আংশিক কখনও সম্পূর্ণ মেঘলা আকাশ। ১৯ ফেব্রুয়ারি থেকেই কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের একাধিক জেলায় বৃষ্টি। ২০ ফেব্রুয়ারি কলকাতা-সহ গাঙ্গেয় এবং পশ্চিমের জেলায় বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টি দিনের বিভিন্ন সময়ে।
প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়!
প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। শনিবার সকালে এসএসকেএম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন 'আমি বাংলা গান গাই'-এর মতো স্রষ্ঠা। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বুধবার নিজেই যান এসএসকেএম হাসপাতালে। জানুয়ারির প্রথম সপ্তাহে শারীরিক অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন আচমকা তাঁর নাক দিয়ে রক্তক্ষরণ হওয়ার খবর মেলে, পরে স্নায়ু ও নাক-কান-গলা বিশেষজ্ঞরা তাঁকে পরীক্ষাও করেছিলেন।
উল্লেখ্য, কয়েকদিন আগেও হাসপাতালের বিছানায় শুয়ে চিকিৎসকদের 'আমি বাংলার গান গাই' গেয়ে শোনান প্রবীণ গায়ক। কিন্তু সপ্তাহ খানেক আগে তাঁর আচমকাই শ্বাসকষ্ট শুরু হয়। দেখা যায়, হার্ট অ্যাটাক হয়েছে গায়কের। তড়িঘড়ি কার্ডিওলজি বিভাগে স্থানান্তর করা হয় তাঁকে। সেখানেই ধরা পড়ে, ফুসফুসেও প্রবল সংক্রমণ রয়েছে। তবে শেষ রক্ষা হল না। না ফেরার দেশে শিল্পী গণসঙ্গীতের কণ্ঠ।
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
নিয়োগ দুর্নীতি; সুপারিশে নাম রয়েছে দিব্যেন্দু অধিকারীর?
নাম সুপারিশ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী এবং বিজেপির নেত্রী ভারতী ঘোষেরাও। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এমনই একটি নাম-তালিকা হাতে পেয়েছে কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। ওই তালিকায় নাম রয়েছে তৃণমূলের শওকত মোল্লা এবং মমতাবালা ঠাকুরেরও। তাঁরা প্রত্যেকেই চাকরিপ্রার্থীদের নাম সুপারিশ করেছিলেন বলেই মনে করছে সিবিআই। যদিও এখনও তাঁদের কাউকেই সিবিআই তলব করেনি। গত বছর জুন মাসে বিকাশ ভবনের ওয়্যারহাউসে অভিযান চালিয়েছিল সিবিআই। সেখানে তল্লাশি চালিয়েই ওই নথি উদ্ধার হয়েছিল বলে জানা গিয়েছে।সিবিআই সূত্রে খবর, দিব্যেন্দু, ভারতীরা যাদের নাম সুপারিশ করেছিলেন, নথিতে তাদেরই নামের তালিকা রয়েছে। ওই তালিকা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে পাঠানো হয়েছিল।
আরও ১১৯ জন অবৈধবাসী ভারতীয়দের ফেরাচ্ছে আমেরিকা!
আমেরিকা থেকে অবৈধবাসী ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে। কিছু দিন আগেই ১০৪ জন অবৈধবাসীকে আমেরিকা থেকে ভারতে পাঠানো হয়েছে। এ বার দ্বিতীয় এবং তৃতীয় দফায় অবৈধবাসী নাগরিকদের ভারতে পাঠানোর পালা। এ বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রক চিঠি দিল দেশের অসামরিক বিমান সংস্থাকে (সিভিল এভিয়েশন ব্যুরো)। বলা হয়েছে, অবৈধবাসী ভারতীয় নাগরিকদের নিয়ে দু-টি বিশেষ বিমান সপ্তাহান্তে আমেরিকা থেকে পঞ্জাবের অমৃতসরে নামবে। প্রথমটি ১৫ ফেব্রুয়ারি এবং দ্বিতীয়টি ১৬ ফেব্রুয়ারি।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রথম বিমানটি ১৫ ফেব্রুয়ারি (শনিবার) ১১৯ জন ভারতীয় নাগরিককে নিয়ে রাত ১০টা ০৫ নাগাদ অমৃতসরে অবতরণ করবে। আর দ্বিতীয় বিমানটি পরের দিন, ১৬ ফেব্রুয়ারি রাতে নামবে ভারতের মাটিতে। তবে দ্বিতীয় বিমানে কত জন ভারতীয় নাগরিক থাকবেন, তা এখনও জানানো হয়নি। ১৫ ফেব্রুয়ারির বিমানে ৬৭ জন পঞ্জাবের বাসিন্দা, ৩৩ জন হরিয়ানার। এ ছাড়াও, গুজরাত, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের ১৯ জন বাসিন্দা থাকবেন আমেরিকার বিমানে।
আমেরিকায় অবৈধ ভাবে বসবাস করা বিভিন্ন দেশের নাগরিকদের সংশ্লিষ্ট দেশগুলিতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। গত সপ্তাহে ১০৪ জন অবৈধবাসী ভারতীয়কে নিয়ে আমেরিকার একটি সামরিক বিমান অমৃতসরে নামে। এঁদের মধ্যে কয়েক জনের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং বাকিরা বেআইনি ভাবে মেক্সিকো সীমান্ত পেরিয়ে আমেরিকায় ঢোকার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। একাধিক সংবাদমাধ্যমের খবরে প্রকাশিত হয় যে, আমেরিকার পুলিশ অবৈধ অভিবাসী ভারতীয়দের বিমানবন্দরে এনেছিল শিকলে বেঁধে, হাতকড়া পরিয়ে! সংসদের বাজেট অধিবেশনে এই নিয়ে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদেরা।
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা ওড়ালেন অভিষেক!
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। বাজেটের পর কার্যত সেই দামামা বেজে গিয়েছে। ছাব্বিশের নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা কতটা রয়েছে? সেই প্রশ্নের জবাবে একা লড়াইয়ের কথা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর সঙ্গে বিজেপিকে তোপ দেগে তাঁর মন্তব্য, "বলা ও করে দেখানোর মধ্যে অনেক পাথর্ক্য রয়েছে। বিজেপি বলতেই পারে ২৯৪ আসনের মধ্যে ২৯৪টিই জিতবে।" গতবছর লোকসভা নির্বাচনে বিরোধীরা ইন্ডিয়া জোট তৈরি করলেও রাজ্যে তৃণমূল একাই লড়েছিল। রাজ্যের শাসক দলের আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৯। এছাড়াও বিধানসভার উপনির্বাচনগুলিতেও বিরোধীরা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। এই ফলাফলের পর তৃণমূল একাই লড়বে তা কার্যত স্পষ্ট ছিল। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে সেই কথাই বলেছেন অভিষেক। তৃণমূল ২০১১ সালের বিধানসভার জোটসঙ্গী কংগ্রেসকে নিয়ে আগামী বিধানসভা নির্বাচন লড়বে কি না, সেই প্রশ্নের উত্তরে তৃণমূলের সেনাপতি জানান, "দিদি তো বলেই দিয়েছেন। আমরা তো আগের নির্বাচনগুলো একাই লড়েছি। একা লড়ে আমরা ভালো ফল করেছি। আগামী নির্বাচনও একাই লড়ব।"