বুধবার সংশোধিত ওয়াকফ আইন সংক্রান্ত আবেদনগুলির শুনানি হবে বলে জানাল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ মামলাগুলি শুনবে। প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে থাকবেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথন। দুপুর ২টো নাগাদ মামলাটি শুনানির জন্য নির্দিষ্ট করা হয়েছে বলে জানা গিয়েছে। নয়া সংশোধিত ওয়াকফ আইন কার্যকরের কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই একগুচ্ছ আবেদন জমা পড়েছে শীর্ষ আদালতে। বুধবার সবগুলি মামলার একত্রে শুনানি শুরু হবে প্রধান বিচারপতি খন্নার বেঞ্চে। মঙ্গলবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সিপিএমের পলিটব্যুরো সদস্য তথা পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। প্রাক্তন সাংসদ সেলিম মঙ্গলবার শীর্ষ আদালতে এই মর্মে একটি রিট পিটিশন দাখিল করেছেন। শীর্ষ আদালতে আবেদন জানানোর আগে মুসলিম ল’ বোর্ডের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সেলিম। মঙ্গলবার তিনি বলেন, "আমরা মামলা করেছি সুপ্রিম কোর্টে। কিন্তু রাজ্য সরকার কোনও মামলা করেনি। ওয়াকফ বিলের ভোটাভুটির সময়ে লোকসভায় তৃণমূলের তিন জন সাংসদ অনুপস্থিত থেকেছেন।" তবে রাজ্য সরকারের তরফে কোনও মামলা করা না-হলেও তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র ওয়াকফ সংশোধনী আইনের একটি নির্দিষ্ট ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন।
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
ন্যাশনাল হেরাল্ড মামলা; সনিয়া-রাহুলের বিরুদ্ধে চার্জশিড ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলায় ফের অস্বস্তি বাড়ল সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর। মঙ্গলবার ন্যাশনাল হেরাল্ড মামলায় দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। চার্জশিটে নাম রয়েছে সনিয়া ও রাহুলের। নাম রয়েছে শ্যাম পিত্রোদারও। আগামী ২৫ এপ্রিল মামলার শুনানি হবে।
ন্যাশনাল হেরাল্ড আর্থিক তছরুপ মামলায় এই প্রথম সনিয়া ও রাহুলের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল। যদিও গান্ধী পরিবারের তরফে এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিজেপিকে আক্রমণ করে এক্স হ্যান্ডলে কংগ্রেস নেতা জয়রাম রমেশ লিখেছেন, "রাজনৈতিক প্রতিহিংসা ও ভয় দেখানোর চেষ্টা ছাড়া এই চার্জশিট আর কিছু নয়।" ইডির চার্জশিটে নাম রয়েছে কংগ্রেসের আন্তর্জাতিক শাখার প্রধান শ্যাম পিত্রোদার। তাঁরও কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি।
এর আগে গত শনিবার ন্যাশনাল হেরাল্ড মামলায় ৬৬১ কোটি টাকার স্থায়ী সম্পত্তি নিজেদের হেফাজতে নেওয়ার নোটিস জারি করে ইডি। কংগ্রেস নিয়ন্ত্রণাধীন অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেডের (AJL) বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগের তদন্তে নেমে এই স্থায়ী সম্পত্তিগুলি নিজেদের হেফাজতে নিচ্ছে ইডি। দিল্লি ও মুম্বইয়ের বান্দ্রা এলাকায় বাড়ি, লখনউয়ের বিশ্বেশ্বরনাথ রোডে এজেএল বিল্ডিং এবং দিল্লির বাহাদুর শাহ জাফর মার্গে ন্যাশনাল হেরাল্ড হাউস নিজেদের হেফাজতে নিচ্ছে ইডি। সেজন্য ওইসব সম্পত্তি খালি করতে বলা হয়েছে ইডির তরফে।
সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
কোন জেলায় কত 'যোগ্য-অযোগ্য'; তালিকা চাইল বিকাশ ভবন!
নিয়োগ ঘিরে জটিলতার মাঝে এসএসসির কাছে যোগ্য ও অযোগ্যদের জেলাওয়াড়ি তালিকা চেয়েছে বিকাশ ভবন। নেতাজি ইন্ডোর থেকে চাকরিহারাদের কাছে দু-মাসের সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। একই ভাবে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে আশ্বাসের সুর শোনা গিয়েছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গলাতেও। এবার সেই বৈঠকের দিন কতক পেরতেই যোগ্য-অযোগ্য বাছাইয়ের ময়দানে নেমে পড়ল শিক্ষা দফতর। সূত্রের খবর, SSC-এর ২০১৬ সালের নিয়োগ প্যানেলের ভিত্তিতে 'অযোগ্য' ও 'চিহ্নিত নয়' অর্থাৎ যোগ্য না অযোগ্য সে নিয়ে ধন্দ রয়েছে এমন চাকরিহারাদের জেলাভিত্তিক পৃথক তালিকা চেয়েছে বিকাশ ভবন। আগেও সারা রাজ্যের অযোগ্য ও চিহ্নিত নয় এমন শিক্ষকদের তালিকা শিক্ষা দফতরকে পাঠিয়েছিল SSC। এবার তার পাল্টাই জেলাওয়াড়ি তালিকা চাইল তারা।
বিকাশ ভবন সূত্রে জানা গিয়েছে, SSC যত দ্রুত এই তালিকা তাদের কাছে পাঠিয়ে দেবে, তত তাড়াতাড়ি জেলায় জেলায় থাকা ডিআই বা স্কুল পরিদর্শকদের সেই ভিত্তিতে কাজে লাগিয়ে দেবে শিক্ষা দফতর। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই জেলাজুড়ে চিহ্নিত করা হবে চাকরিহারাদের। প্রসঙ্গত, ব্রাত্যর বৈঠকের পরে চাকরিহারাদের কপাল থেকে চিন্তার ভাঁজ না সরলেও, সেই বৈঠকে তাদের আইনী পথে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন জমা দেওয়ার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি, শিক্ষামন্ত্রী তাদের এও জানিয়েছিলেন, যোগ্য ও অযোগ্যদের তালিকা ইতিমধ্যেই তৈরি করতে শুরু করেছে এসএসসি। আইনি পরামর্শের দিক থেকে সব ঠিক থাকলে আগামী সোমবার অর্থাৎ ২১ এপ্রিল তা প্রকাশ করা হবে।
রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
নববর্ষেও তুমুল দুর্যোগ বঙ্গে?
টানা সাতদিন ধরে কালবৈশাখীর তাণ্ডব চলবে বাংলা জুড়ে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রপাত ও তুমুল বৃষ্টির কমলা ও হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। চৈত্রের শেষলগ্ন থেকে বৈশাখের শুরুতে খানিকটা স্বস্তির আবহাওয়াই বজায় থাকবে জেলায় জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী পাঁচদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। কিন্তু কালবৈশাখীর দাপটে চড়া রোদের তেজ থেকে সাময়িক স্বস্তি পাওয়া যেতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী সাতদিন, অর্থাৎ আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। যার জন্য জারি রয়েছে হলুদ ও কমলা সতর্কতা। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বিএসএফের একাংশের মদতেই হামলাকারীরা ঢুকছে বাংলায়; বিস্ফোরক কুণাল
বিএসএফের একাংশের সহযোগিতায় সীমান্ত দিয়ে হামলাকারীদের ঢুকিয়ে এখানে অশান্তি পাকানো হচ্ছে, বিভিন্ন এলাকায় আগুন জ্বালানো হচ্ছে। কোনও কোনও রাজনৈতিক দলের অংশ কেন্দ্রের কোনও কোনও এজেন্সির সঙ্গে হাত মিলিয়ে বাংলাকে বদনাম করার জন্য অশান্তি পাকানো হচ্ছে। সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি। কুণাল বলেন, "গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ, মিটিং, মিছিল হতেই পারে। যে জায়গাগুলোতে হিংসাত্মক ঘটনা কিছু ঘটেছে, একটা অভিযোগ আসছে, বিএসএফের একাংশের সহযোগিতায় সীমান্ত থেকে কিছু আপত্তিকর হামলাকারীকে ঢুকিয়ে বাংলাকে বদনাম করার জন্য, ইস্যু করার জন্য, প্ররোচনা দেওয়ার জন্য গন্ডগোল করানো হয়েছে। যে মুখগুলো গন্ডগোল করেছে, তাদের মূল পান্ডাদের এলাকার মানুষ চিনতে পারছে না। যারা অশান্তি করেছে, তাদেরকে আটকাচ্ছে, ধরছে।"
বিএসএফের একাংশকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কুণাল। বাংলায় বিএসএফের মদতেই হামলাকারীরা ঢুকছে, আবার হামলা করে পালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন কুণাল।
কারা কারা 'অযোগ্য' নন? এবার তালিকা পাঠাল SSC
সম্প্রতি ২০১৬সালের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় একাধিক প্রার্থী অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন। তবে এবার অযোগ্য তালিকার বাইরে থাকা প্রার্থীদের নাম-সহ বিশদ তালিকা রাজ্যের স্কুল শিক্ষা দফতরকে পাঠিয়ে দিল এসএসসি। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, আজই ই-মেলের মাধ্যমে এই তালিকা পাঠানো হয়েছে। সূত্রের খবর, এতদিন পর্যন্ত শুধুমাত্র অযোগ্যদের তালিকাই এসএসসির হাতে ছিল। তবে এবার কারা কারা অযোগ্য নন বা যাঁদের নাম অযোগ্য তালিকায় নেই, সেই নিয়ে নতুন করে একটি আলাদা তালিকা তৈরি করেছে এসএসসি। সেই তালিকায় নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ 'সি' ও গ্রুপ 'ডি'—এই চারটি বিভাগেই অযোগ্য তালিকার বাইরে থাকা প্রার্থীদের নাম, স্কুলের নাম-সহ যাবতীয় তথ্য রয়েছে। স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর, এই তালিকা হাতে পাওয়ার পর দফতর নিজেদের মতো করে আরও যাচাই-বাছাই করবে এবং প্রয়োজনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। এসএসসি সূত্রে আরও জানা যাচ্ছে, শুধুমাত্র অযোগ্যদের তালিকা তৈরি করে থেমে থাকেনি তারা। বরং, যারা সেই তালিকায় নেই অথচ নিয়োগে যুক্ত, তাদের নিয়েও পৃথকভাবে তথ্য সংগ্রহ করে নতুন তালিকা তৈরি করে পাঠানো হয়েছে।
শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ আদালতের!
ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ কলকাতা হাইকোর্টের। মুর্শিদাবাদের সুতি, সামসেরগঞ্জ-সহ যেসব জায়গায় পরিস্থিতি অগ্নিগর্ভ, সেখানে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী। শনিবার হাইকোর্টের বিশেষ বেঞ্চ এমন নির্দেশ দিল। আপাতত শুধু মুর্শিদাবাদ জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল হাইকোর্ট। তবে রাজ্যের অন্য জায়গায় অশান্তি হলে সেখানেও কেন্দ্রীয় বাহিনী যাবে। কেন্দ্রীয় বাহিনীকে সাহায্যের জন্য রাজ্যকে নির্দেশ দিল হাইকোর্ট। ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের সুতি, সামসেরগঞ্জ-সহ বিভিন্ন এলাকা উত্তপ্ত। সরকারি সম্পত্তি ভাঙচুর ও আগুন ধরানো হয়। এমনকি সুতির সুজার মোড়ে পরিস্থিতি সামাল দিতে পুলিশ চার রাউন্ড গুলি চালায় বলে জানান এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম। রাজ্যের আবেদন মেনে কয়েক কোম্পানি বিএসএফও মোতায়েন করা হয়েছে।