রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
ভারতে বিশ্বকাপ খেলতে এসে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটাররা! গ্রেফতার ১
ভারতে বিশ্বকাপ খেলতে এসে বিপদে অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটার । মধ্যপ্রদেশের ইন্দোরে শ্লীলতাহানির শিকার দুই অজি ক্রিকেটার। শনিবার এমনই খবর জানিয়েছে ইন্দোর পুলিশ। বৃহস্পতিবার সকালে খাজরানা রোড চত্বরে এই ঘটনা ঘটে। শুক্রবার একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সাব ইন্সপেক্টর নিধি রঘুবংশী জানান, প্রাথমিক তদন্ত অনুযায়ী, অস্ট্রেলিয়ার দু'জন মহিলা ক্রিকেটার নিজেদের হোটেল থেকে বেরিয়ে একটি ক্যাফের দিকে হাঁটছিলেন।
ফের SIR নিয়ে অভয়বাণী সুকান্তর!
অনুমতি নিয়ে চলেছে টানাপোড়েন। যদিও শেষ পর্যন্ত পুলিশের অনুমতি ছাড়াই গঙ্গারামপুরে হচ্ছে সুকান্ত-শুভেন্দুর সভা। মঞ্চে উঠেই এসআইআর নিয়ে অভয় বার্তা দিতে দেখা গেল বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে। এর পাশাপাশি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তুলোধনা করলেন তৃণমূলের। হুঙ্কারের সুরে বললেন, "আমরা বিজেপির সকল নেতৃত্ব মিলে ঠিক করেছি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের চোর সরকারকে উৎখাত করব৷ তবেই শান্তি হবে আমাদের।
হাসপাতালেত নিরাপত্তা নিয়ে কড়া মুখ্যমন্ত্রী!
প্রয়াত অভিনেতা সতীশ শাহ!
রোহিত-কোহলি রানে ফিরতেই জয়ে ফিরল ভারত!
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে একসঙ্গে রান করলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এই জুটি রানে ফিরতেই জয়ে ফিরল ভারত। শেষ ম্যাচ জিতে সিরিজ শেষ করল ভারত। সিডনিতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া অল আউট হয় ২৩৬ রানে। কোচ গৌতম গম্ভীরের ‘আস্থার’ মর্যাদা রেখে ৪ উইকেট তুললেন হর্ষিত রানা। ট্র্যাভিস হেড ও মিচেল মার্শ শুরুটা খারাপ করেননি। ১০ ওভারের মধ্যে ৬০-র উপরে রান উঠে যায়। অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কা দেন মহম্মদ সিরাজ। তিনি হেডকে ফেরান। মিচেল মার্শকে (৪১) ফেরান অক্ষর প্যাটেল। মাঝে ম্যাট রেনশ ৫৬ রানে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।
শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
ছাব্বিশের ভোটের আগে অস্বস্তি;শুভেন্দুকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার হাই কোর্টের
কলকাতা হাই কোর্টে অস্বস্তি বাড়ল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ২০২২ সালে শুভেন্দুকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল আদালত। যার ফলে বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে আর আদালতের অনুমতি প্রয়োজন হবে না রাজ্যের। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ অবশ্য বিরোধী দলনেতার বিরুদ্ধে দায়ের হওয়া ১৫টি এফআইআরও বাতিল করে দিয়েছেন। ২০২২ সালের ডিসেম্বর মাসে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ রক্ষাকবচ দিয়েছিল শুভেন্দুকে।
mgid
adgebra
Offer-2
offer-1
Adnow
AD
Popular Posts
-
২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু রোহিত বাহিনী। তার অনেক আগে থেকেই সে দেশে ক্রিকেটার পাঠাতে শুরু করেছে ভারতীয় দল। আ...
-
ফের একবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বড় গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারের সদস্যকে। এবার বিসিসিআই সচিব হওয়ার দৌড়ে...
-
প্রচারে এসে একপ্রকার দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন হিরণ চট্টোপাধ্যায়। খড়গপুর সদরের বিধায়ক এদিন বলেন, "মানুষ আমাদের সঙ্গে আছে। তবে ক...






