ভোটের আগে বেতন বাড়ছে প্রধান শিক্ষকদের । উদ্যোগী স্কুল শিক্ষা দফতর। জানা গিয়েছে, অতিরিক্ত ৩ শতাংশ বেতন বৃদ্ধি হবে উচ্চ মাধ্যমিক স্তরে প্রধান শিক্ষকদের। সূত্রের খবর, রোপা ১৯৯৮ বিধি অনুযায়ী বাম আমলে উচ্চ মাধ্যমিকের প্রধান শিক্ষকরা দু’টি করে ইনক্রিমেন্ট পেতেন প্রতি বছর। মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকেরা একটি করে ইনক্রিমেন্ট পেতেন বছরে।
শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
লাঠিচার্জ করে বেলডাঙায় অবরোধ তুলল পুলিশ!
মুর্শিদাবাদের বেলডাঙায় লাঠিচার্জ করে অবরোধ তুলল পুলিশ। এফিনের এই পরিস্থিতি সামলাতে শনিবার এলাকায় নামানো হয় র্যাফও। শনিবার দুপুরে বিক্ষোভকারীদের হটাতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়েন বিক্ষোভকারীরা। গোটা এলাকা জুড়ে ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ২২ জনকে আটক করা হয়েছে।
মালদহ থেকে তৃণমূলকে আক্রমণ করলেন মোদি!
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
ব্রিগেডে হুমায়ুনের দলকে সভার অনুমতি দিল না সেনা!
বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি স্থাপিত হবে বাংলায়; উচ্চতা কত? পড়ুন
দিঘার জগন্নাথ মন্দিরের পর নিউটাউনে দুর্গা অঙ্গন! আর এর ঠিক পরেই উত্তরবঙ্গের মাটিগাড়া-নকশালবাড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, এতে পাহাড়ের ঐতিহ্য সংস্কৃতির সঙ্গে সমতলের ঐতিহ্যের এক গভীর মেলবন্ধন তৈরি হবে। বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি তৈরি হতে চলেছে মাটিগাড়া লক্ষ্মী টাউনশিপে। ১৭.৪১ একর জমির ওপর তৈরি হচ্ছে মহাকাল মন্দির।
রাজনৈতিক উসকানিতেই হিংসা বেলডাঙায়; বিজেপিকে দুষলেন মুখ্যমন্ত্রী
উত্তরবঙ্গ সফরের প্রাক্কালে বেলডাঙার অশান্তি নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কলকাতা ছাড়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বেলডাঙার সাম্প্রতিক ঘটনার জন্য সরাসরি বিজেপিকে দায়ী করলেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপির 'পরিকল্পিত উসকানি'তেই এই ঘটনা ঘটেছে। এর পাশাপাশি তাঁর বক্তব্য, রাজ্যে এনআরসি (NRC) এবং এসআইআর-এর কারণে ভোটার কার্ড বাতিলের ভীতি থেকে সংখ্যালঘুদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা 'স্বাভাবিক' এবং সেই ক্ষোভকে কাজে লাগিয়েই রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিরোধীরা।
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
সরস্বতী পুজোয় হচ্ছে না জয়েন্ট!
আগামী ২৩ জানুয়ারি, অর্থৎ সরস্বতী পুজোর দিনে বাংলার পরীক্ষার্থীদের জাতীয় স্তরের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা বা জয়েন্ট এন্ট্রান্সে বসতে হচ্ছে না। ওই দিন বদলে দেওয়ার আবেদনে সাড়া দিয়ে সেদিনের পরীক্ষা পশ্চিমবঙ্গে স্থগিত রাখার সিদ্ধান্ত নিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। তাঁর প্রতিবাদের কারণেই এনটিএ এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালির ক্যালেন্ডারে এমনিতেই ২৩ জানুয়ারি দিনটির গুরুত্ব অপরিসীম।






