রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ আছে। বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে রাস্তায় নামতে দেখা গিয়েছে এই রাজ্যের হবু শিক্ষকদের। কিন্তু তাতেও সরকারের কোনও পরিবর্তন না হওয়াতে আদালতে মামলা দায়ের করেছেন পরীক্ষার্থীরা।
আর সেই সব মামলার রায়ের উপর শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে। এমনটাই মনে করছে আইনজীবীদের অনেকেই।
আগামী কাল টেট প্রশ্ন ভুল মামলায় বসির আহমেদ কেসের রায় দেবে আদালত। আর এই রায়ের উপর শিক্ষক নিয়োগের অনেককিছু নির্ভর করছে বলে মনে করছে পরীক্ষার্থীরা। আর তাই এই মাললায় আদালত কি সিদ্ধান্ত নেয় সেই দিকে তাকিয়ে বহু পরীক্ষার্থী।
আগামী কাল টেট প্রশ্ন ভুল মামলায় বসির আহমেদ কেসের রায় দেবে আদালত। আর এই রায়ের উপর শিক্ষক নিয়োগের অনেককিছু নির্ভর করছে বলে মনে করছে পরীক্ষার্থীরা। আর তাই এই মাললায় আদালত কি সিদ্ধান্ত নেয় সেই দিকে তাকিয়ে বহু পরীক্ষার্থী।
কাল রায় দান কে বলল.fake news. Just case ta utbe
উত্তরমুছুনKeno ki6u haba na
উত্তরমুছুনKeno ki6u haba na
উত্তরমুছুন