আদালত অনুমতি দেবার পরে অবস্থানে বসেছেন পার্শ্বশিক্ষকরা। সেই অবস্থান এখনও চলছে। তাঁদের আন্দোলন নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
সোমবার পার্শ্বশিক্ষকদের এই আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সাতদিন ধরে ক্লাস না করে রাস্তায় বসে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদিও মন্ত্রীর এমন হুঁশিয়ারিতে সেইভাবে গুরুত্ব দেয় নি আন্দোলনকারী শিক্ষকরা।
এবার পার্শ্বশিক্ষকদের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তিনি আজ একটি চিঠি পাঠান পার্শ্বশিক্ষকদের। সেখানে তিনি লেখেন, "পার্শ্বশিক্ষকদের সমস্যা আমি গভীরভাবে অনুভব করি। কারণ আমি একসময় অতি তুচ্ছ বেতনের শিক্ষকতা করেছি। পার্শ্বশিক্ষকরা এখন যে বেতন পান জীবনধারণ বা সংসার-যাপন সম্ভব নয়। তাঁরা পূর্ণ সময় কাজ করে যৎসামান্য যা পান, তাতে এই সময় কি করে টিকে থাকবেন তা সরকারকে ভেবে দেখতে বলি। আমি তাঁদের আন্দোলনে সমর্থন জানিয়ে বলতে চাই, অবিলম্বে তাঁদের দাবি পূরণে সরকারের তৎপর হওয়া উচিত।"
এবার পার্শ্বশিক্ষকদের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তিনি আজ একটি চিঠি পাঠান পার্শ্বশিক্ষকদের। সেখানে তিনি লেখেন, "পার্শ্বশিক্ষকদের সমস্যা আমি গভীরভাবে অনুভব করি। কারণ আমি একসময় অতি তুচ্ছ বেতনের শিক্ষকতা করেছি। পার্শ্বশিক্ষকরা এখন যে বেতন পান জীবনধারণ বা সংসার-যাপন সম্ভব নয়। তাঁরা পূর্ণ সময় কাজ করে যৎসামান্য যা পান, তাতে এই সময় কি করে টিকে থাকবেন তা সরকারকে ভেবে দেখতে বলি। আমি তাঁদের আন্দোলনে সমর্থন জানিয়ে বলতে চাই, অবিলম্বে তাঁদের দাবি পূরণে সরকারের তৎপর হওয়া উচিত।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন