গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে ফের করোনায় আক্রান্ত হয়েছেন ২২ জন। এর ফলে মোট আক্রান্ত বেড়ে হল ১৬২ জন। আজ নবান্নে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আরও জানান, এখনও পর্যন্ত ৮ জন সুস্থ হয়েছেন। তবে নতুন করে রাজ্যে মৃতের খবর নেই। বর্তমানে রাজ্যে মৃতের সংখ্যা ১০ ।
নতুন করে আক্রান্তের সংখ্যা যাতে না বাড়ে, সেদিকে নজর দিতে বলেন মুখ্যমন্ত্রী। করোনা সংক্রমণের জন্য জেলাগুলিকে অরেঞ্জ, রেড, গ্রিন জোন ভাগ করা হয়েছিল বলে জানান তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, মেদিনীপুর রেড জোন থেকে ইতিমধ্যে অরেঞ্জে এসেছে। আগামী ১৪দিনের মধ্যে হাওড়া, উত্তর ২৪ পরগনা জেলাকেও অরেঞ্জ জোনে আনতে হবে বলে জানান তিনি। এদিকে নতুন করে ২২ জন আক্রান্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসনের আধিকারিকদের মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, "নতুন করে যেন করোনা না ছড়ায় সেদিকে নজর দিতে হবে।"
পাশাপাশি মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, "আর একটাও কেস যদি বাড়ে তাহলে সেই দায়িত্বও আপনাদেরই নিতে হবে।" লকডাউন নিয়েও কড়া মনোভাব প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানিয়ে দিলেন, "লকডাউন না মানলে তাঁর বিরুদ্ধে FIR হবে, এক্ষেত্রে কাউকে রেহাই দেওয়া হবে না"।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন