গোটা দেশে করোনা সংক্রমণ বাড়ছে দ্রুত গতিতে। লকডাউন চলছে, এই সময়ও যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে যা নিয়ে চিন্তিত স্বাস্থ্য দফতর। এই ভাইরাসের বাড়বাড়ন্ত দেখা গিয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও। যদিও লকডাউন ছাড়াও এই ভাইরাসের সংক্রমণ আটকাতে বেশকিছু পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার তিনি মিড ডে মিল দেওয়া নিয়ে নিলেন গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
প্রথম দফা লক ডাউনের আগেই পড়ুয়াদের দেওয়া হয়েছিল মিড ডে মিলের চাল-আলু। এবার দ্বিতীয় দফার লক ডাউনেও মিলবে সেই মিড ডে মিল। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের দেওয়া হবে ৩ কেজি করে চাল আর ৩ কেজি করে আলু। চলতি মাসের ২০ তারিখ থেকে শুরু হবে এই মিড ডে মিল দেওয়ার কাজ। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। যদিও এই মিড ডে মিল দেওয়ার আগে রাজ্যের প্রতিটি বিদ্যালয়কে জীবাণুমুক্ত করতে হবে স্থানীয় প্রশাসনকে। শুক্রবার স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে এমন এক বিজ্ঞপ্তি জারি করে এ কথাই বলা হয়েছে।
আগামী সোমবার বেলা ১১ টা থেকে স্কুলগুলিতে এই মিড ডে মিল দেওয়া হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে এই বিলির কাজ চালাতে হবে। এই মিড ডে মিল প্যাকেট বন্দি অবস্থায় যখন বিলি হবে তখন স্কুলের কোনও পড়ুয়া স্কুলে আসতে পারবে না। পড়ুয়াদের বদলে পরিবারের একজন সদস্যকে আসতে হবে। তবে যে সমস্ত শিক্ষক-শিক্ষিকারা স্কুলের কাছেই থাকেন তারাই উপস্থিত থাকবেন এই মিড ডে মিল বণ্টনের সময়।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন