ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৩৮৭। এই ভাইরাসের কারণে মৃত্যু হয়েছে ৪৩৭ জনের। এই বিপদের মধ্যেও আশার আলো দেখতে পাচ্ছে কেন্দ্র। কেন্দ্রের তরফে শুক্রবার তথ্য দিয়ে বলা হয়েছে, ভারতে করোনা সংক্রমণের গতি কমছে। আগে দেশে তিন দিনে দ্বিগুণ হচ্ছিল করোনা রোগীর সংখ্যা। এখন ৬.২ দিনে দ্বিগুণ হচ্ছে।
এই প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রকের অধিকর্তা লাভ আগরওয়াল বলেন,"শেষ ৭ দিনের সংক্রমণ হার খতিয়ে দেখে আমরা দেখতে পাচ্ছি করোনা সংক্রমণ দ্বিগুণ হওয়ার হার এখন তিন দিন থেকে কমে ৬ দিন হয়ে গিয়েছে।" তিনি আরও জানাচ্ছেন, দেশের ১৯টি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই সংক্রমণের গতি আরও কম।"
এর পাশাপাশি করোনা থেকে আরোগ্যের হারও বাড়ছে দেশে। কেন্দ্রের তথ্য অনুযায়ী, এখন প্রতি দশজন রোগীর মধ্যে আটজন সুস্থ হয়ে উঠছেন। প্রাণ যাচ্ছে দু-জনের। কেন্দ্রের দাবি, সংক্রমণে সুস্থ হয়ে ওঠার হারও আমাদের অন্য দেশগুলির তুলনায় কয়েকগুণ বেশি।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন