করোনা সংক্রমণ আটকাতে গোটা দেশজুড়ে চলছে লকডাউন। যার প্রভাব অর্থনীতির উপর পড়েছে। হাজার হাজার মানুষের রোজগার বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতেও বহু বেসরকারি স্কুল ফি বৃদ্ধি করছে বলে খবর জানা গিয়েছে। কিন্তু, এখন ফি বৃদ্ধি না করতে বেসরকারি স্কুলগুলির কাছে গতকাল আবেদন করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি এই সময়ে কেউ ফি না দিতে পারলে সেটাও মানবিকভাবে বিবেচনা করার আবেদন জানান তিনি।
বেসরকারি স্কুলে চড়া হারে ফি বৃদ্ধি বহুদিনের একটা সমস্যা। প্রায় প্রতি বছরই ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখিয়ে থাকেন অভিভাবকরা। রাজ্য সরকারের তরফেও একাধিকবার বেসরকারি স্কুলের ফি বৃদ্ধিতে রাশ টানতে চেষ্টা করা হয়েছে আগেই। কিন্তু, সব চেষ্টাই সার। এই বছরও সাউথ পয়েন্টের মতো বেসরকারি স্কুল সব শ্রেণির ফি প্রায় ২৩ শতাংশ বৃদ্ধি করেছে। ফি কমানোর দাবিতে সাউথ পয়েন্টের অভিভাবকরা বহুদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন। তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও দ্বারস্থ হয়েছেন বহুবার। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার দেখা করে তাঁরা এত পরিমাণে ফি বৃদ্ধি না করার আবেদন জানিয়েছেন। তাঁদের বক্তব্য, "২৩শতাংশ ফি বৃদ্ধি কোনওভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।"
সাউথ পয়েন্ট স্কুলের অভিভাবকদের এই অভিযোগের মধ্যেই গতকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একটি ভিডিয়ো বার্তায় বলেন, "পশ্চিমবঙ্গ সরকার সর্বশক্তি দিয়ে জনসাধারণকে রক্ষা করার জন্য বেশকিছু উদ্যোগ নিয়েছে। রাজ্যের একাধিক মানুষকে এই মারণ ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে এবং খাদ্যের সংকট থেকে মুক্ত রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই রকম অস্বাভাবিক অবস্থায় আমাদের রাজ্যের কিছু বেসরকারি বিদ্যালয় টিউশন ফি বৃদ্ধি করেছেন বলে আমাদের কাছে অনেক অভিভাবক অভিযোগ জানিয়েছেন। এই পরিপ্রেক্ষিতে আমি রাজ্য সরকার ও শিক্ষা দফতরের পক্ষ থেকে বেসরকারি বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পরিস্থিতি বিচার করে ফি বৃদ্ধি না করার আবেদন করছি। তাছাড়া, যাঁরা আর্থিক কারণে সময়ে ফি দিতে অপারগ তাঁদের বিষয়টিও মানবিক দিক থেকে বিবেচনা করে অনুমোদন করার আবেদন জানাচ্ছি।"
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন