কবে থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খুলবে তা নিয়ে বিতর্ক আছে। এবার এই স্কুল খোলার মতন বিতর্কিত ইস্যুতে অভিভাবকদের মতামতের উপরে জোর দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এই মর্মে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের স্কুল শিক্ষা এবং স্বাক্ষরতা দফতর থেকে প্রতিটি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের কাছে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। ওই নির্দেশিকায় স্পষ্ট ভাবে বলা হয়েছে, অভিভাবকরা কবে স্কুল খোলার পক্ষে তা জানতে হবে।
পাশাপাশি স্কুল খোলার পরে তাঁরা কর্তৃপক্ষের থেকে কী প্রত্যাশা করছেন, অভিভাবকদের থেকে সেই তথ্যও জোগাড় করতে হবে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে।
আগামী ২০ জুলাইয়ের মধ্যে এই সংক্রান্ত সমস্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষাসচিবকে অভিভাবকদের মতামত জানাতে বলা হয়েছে।
স্কুল খোলার বিষয়ে অভিভাবকদের থেকে মূলত দু-টি বিষয় সম্পর্কে মতামত সংগ্রহ করতে বলা হয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। প্রথমত, অগাস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে কোন মাসে স্কুল খোলার পক্ষে অভিভাবকরা। দ্বিতীয়ত, স্কুল খোলার পরে অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের থেকে কী কী প্রত্যাশা করেন। এ ছাড়া এই প্রসঙ্গে অভিভাবকদের যদি আরও কোনও মতামত থাকে, তাও গুরুত্বের সঙ্গে সংগ্রহ করার উপরে জোর দেওয়া হয়েছে কেন্দ্রের ওই নির্দেশিকায়।
আগামী ২০ জুলাইয়ের মধ্যে এই সংক্রান্ত সমস্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষাসচিবকে অভিভাবকদের মতামত জানাতে বলা হয়েছে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন