তৃণমূলের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দল গুলির অভিযোগের শেষ নেই। বিজেপি কর্মীদের উপর হামলা, মিথ্যা মামলায় ফাঁসানো সহ একাধিক অভিযোগ তুলে নবান্ন অভিযানের ডাক দিল যুব মোর্চা। যুব মোর্চার রাজ্য সভাপতি সাংসদ সৌমিত্র খাঁ এই প্রসঙ্গে জানান, চলতি মাসের শেষে নবান্ন অভিযান করবেন তাঁরা।
সামনেই ২১ এর বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনের আগে বাংলার মাটিতে নিজেদের জমি শক্ত করতে দলের প্রত্যেক সংগঠনকে সমানভাবে কাজে নামাচ্ছে বিজেপি শিবির। ক্রমশ সক্রিয় করে তোলা হচ্ছে যুব মোর্চাকেও।
বিজেপির যুবর সভাপতি হওয়ার পরই নেড়া হয়ে বিষ্ণুপুরের মন্দিরে পুজো দিয়ে রাজ্যের যুব মোর্চা সদস্যদের হাতে ত্রিশূল তুলে দিয়ে কর্মীদের চাঙ্গা করতে চেয়েছিলেন সৌমিত্র খাঁ।
Loading...
রাজনৈতিক আক্রমণ থেকে আত্মরক্ষায় জন্য এই ত্রিশূল বিলি বলে জানিয়েছিলেন সাংসদ। এমনকি সংগঠনের কর্মী-সমর্থকদের বাড়িতে বাড়িতে ত্রিশূল রাখারও আবেদনও জানান সৌমিত্র খাঁ। সেই সব নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কিন্তু সেইসব বিতর্ককে পাত্তা না দিয়ে এবার নবান্ন অভিযানের প্রস্তুতি নিচ্ছেন তিনি। তিনি বলেন, "এক মাসের মধ্যে রাজ্যব্যাপী ১ লক্ষ সভা করবে যুব মোর্চা। সেপ্টেম্বরের শেষের দিকে নবান্ন চলো-র ডাক দেওয়া হবে।"
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন