বহু বিতর্কের মাঝে কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি রাজ্য। আগামী ৭ তারিখ জাতীয় শিক্ষানীতি বা NEP 2020 নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এদিন বিকাশ ভবনে শিক্ষক দিবসের ভারচুয়াল অনুষ্ঠানে এই ঘোষণা করলেন তিনি। তিনি জানালেন, "NEP নিয়ে কেন্দ্রের ওই ভারচুয়াল বৈঠকে আমি নিজে থাকব, থাকবেন শিক্ষাসচিব মণীশ জৈনও।"
প্রায় ৩৪ বছর পর দেশে শিক্ষা ব্যবস্থার বদল ঘটাতে তৈরি হয়েছে নতুন জাতীয় শিক্ষানীতি। বাংলা-সহ বহু রাজ্যের শিক্ষামহলের অভিযোগ, তাঁদের সঙ্গে আলোচনা না করে একতরফা-ভাবেই নতুন নীতি নির্ধারণ করা হয়েছে। সেই অভিযোগের পরে বিতর্ক কম হয় নি গোটা দেশে। আর সেই আবহে কেন্দ্র জানায়, সব রাজ্যের সঙ্গে আলোচনা করে, পরামর্শ নিয়ে তবেই তা কার্যকর হবে । সেই আলোচনার রাস্তা খুলতে আগামী ৭ সেপ্টেম্বর ভারচুয়াল বৈঠকের আয়োজন কেন্দ্রের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন