রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে আগামী ১৩ সেপ্টেম্বর মেট্রো চালাবে মেট্রো কর্তৃপক্ষ। ওই দিন মেট্রোতে শুধু NEET পরীক্ষার্থীরাই উঠেছে পারবেন। অন্য কোনও যাত্রীদের মেট্রোতে উঠতে দেওয়া হবে না। এমনটাই জানা গিয়েছে মেট্রো সূত্রে।
অনেক বিতর্কের পরে NEET পরীক্ষা হতে চলেছে ১৩ সেপ্টেম্বর। পরীক্ষার্থীদের কথা ভেবে রাজ্যের তরফে মেট্রো কর্তৃপক্ষকে ওই দিন পরিষেবা চালুর আবেদন করা হয়েছিল। এরপরই কলকাতা মেট্রো জানিয়েছে, ১৩ সেপ্টেম্বর পরীক্ষার দিন সকাল ১১টা থেকে কলকাতায় চলবে মেট্রো।
অ্যাডমিট কার্ড দেখিয়ে পরীক্ষার্থীরা মেট্রোতে উঠতে পারবেন। এর পাশাপাশি ওই দিন কিছু টিকিট কাউন্টার খোলা হবে। যাদের স্মার্ট কার্ড আছে তারা তা দিয়ে চড়তে পারবে। যাদের স্মার্ট কার্ড নেই তাদের জন্য কাগজের টিকিট দেবে মেট্রো।
শুক্রবারের রাজ্য সরকার ও মেট্রো কর্তৃপক্ষের বৈঠকের পর জানা গিয়েছে,আগামী ১৪ সেপ্টেম্বর সাধারণ যাত্রীদের জন্য কলকাতায় ফের মেট্রো পরিষেবা চালু হতে পারে। তবে এখনই চালু হচ্ছে না ইস্ট-ওয়েস্ট মেট্রো।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন