করোনা ভাইরাসের সংক্রমণ এখনও বেড়ে চলেছে রাজ্য সহ গোটা দেশে। এমন আবহে চলতি মাসের ১২ তারিখ থেকে দেশে আরও সচল হচ্ছে রেল যোগাযোগ। ওই দিন থেকে দেশের নানা-প্রান্তে আরও ৮০টি দূরপাল্লার প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনে চড়ার জন্য বুকিং করা যাবে ১০ সেপ্টেম্বর থেকেই। এদিন এই খবর জানালেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব। ইতিমধ্যেই দেশের নানা প্রান্তকে সংযুক্ত রেখেছে মোট ২৩০টি দূরপাল্লার ট্রেন। সঙ্গে এই ৪০ জোড়া ট্রেন যুক্ত হলে আমজনতার আরও একটু সুবিধে বাড়বে বলেই মনে করছে রেল কর্তৃপক্ষ।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন