আজ কলকাতা হাইকোর্টে আপার প্রাইমারিতে নিয়োগ মামলার শুনানি শুরু হয় বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের এজলাসে ৫ নম্বর কোর্টের ১ নম্বর সিরিয়ালে। আজও বেশ কিছুক্ষণ শুনানি হয়। তবে এদিন কোনও রায় হয় নি। এদিন মূলত পিটিশনারদের পক্ষের উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ আরও বেশ কয়েকজন উকিল তাঁদের বক্তব্য পেশ করেন।
এদিন শুনানি শুরু হওয়ার পর চাকরিপ্রার্থীদের পক্ষের আইনজীবীরা বিচারপতিকে একাধিক তথ্য দেওয়ার পাশাপাশি বলেন পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে উচ্চ প্রাথমিকে। তাই সম্পূর্ণ প্রক্রিয়া টি বাতিল করে, স্বচ্ছতার সাথে পুনরায় ভেরিফিকেশন এবং মেরিট লিস্ট প্রকাশ করতে হবে। পাশাপাশি বিচারপতিকে জানানো হয় উচ্চ প্রাথমিকে এত দুর্নীতি হয়েছে যা একটি একটি করে নির্দিষ্ট করতে গেলে অনেকটা সময় লাগবে। তাই সম্পূর্ণ মেরিট লিস্ট বাতিল করতে হবে এবং পুনোরায় ভেরিফিকেশনের জন্যে ডাকতে হবে। বিচারপতি সব শুনে চলতি মাসের ৯ তারিখ ফের এই মামলার শুনানির দিন স্থির করেছেন।
এই গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি কবে হবে তা এখনি বলা বেশ কঠিন। এর পাশাপাশি এই মামলা এখনও আদালতের বিচারাধীন, তাই এই মামলার ভবিষ্যৎ নিয়ে বলাটাও আইন বিরুদ্ধ। তার পরেও একটা বিষয় নিয়ে আলোচনা করা দরকার। আজকের পরে প্রশ্ন একটাই, কমিশনের প্রকাশিত মেধাতালিকা বাতিল কি সম্ভব? পিটিশনারদের উকিল এই মেধাতালিকা বাতিলের দাবি জানিয়েছেন।
অনেকে যোগ্য কিন্তু তাদের কে ভেরিফিকেশন ও ইন্টারভিউতে ডাকে নি ।।।অথচ কম নম্বর পেয়ে ডাক পেয়েছে। সেক্ষেত্রে যারা পায়নি তারা কি আঙ্গুল চুষবে।
উত্তরমুছুনচোর চিটিং এ দেশ ভরে গেছে। তা বলে বিচার ব্যবস্থা বিক্রি হয়ে গেলে দেশ যে মুখ থুব্রিয়ে পরবে।তাই বিচার পতিগন অনেক বেশী শিক্ষিত বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে বলি সময় লাগুক উপযুক্ত পার্থীই চাকরি পাক। না হলে যে সাধারণ সুযোগ্য পার্থী রা যে চিরকাল অন্ধকারে ডুবে যাবে। দেশের সুস্থ আইন সবার জন্য হোক কতিপয় কয়েকজনের জন্য নয়।
উত্তরমুছুনEte to jara churi korlo tara chakri peye jabe
উত্তরমুছুন