পুজোর পরেই কি ক্লাসরুমে ক্লাস শুরু হচ্ছে দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের? সোমবার মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এমনটাই বার্তা গেল রাজ্যের স্কুল শিক্ষা দফতরের কাছে। এক সূত্রের দাবি, এই দিনের বৈঠকে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিরা ক্লাস চালুর পক্ষে মতামত জানিয়েছেন।
জানা গিয়েছে, এদিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে চূড়ান্ত মতামত নেওয়ার জন্য স্কুল শিক্ষা সচিব বৈঠক করেন মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবং সিলেবাস কমিটির সঙ্গে। ওই বৈঠকে পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি কার্তিক মান্না, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস, সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার এর পাশাপাশি অনেক দিন পরে এই দিনের বৈঠকে যোগ দেন পর্ষদের স্থায়ী সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ও।
বৈঠকে ক্লাস চালুর পক্ষে সওয়াল করলেও মধ্যশিক্ষা পর্ষদ,উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতে পারবে তা নিয়ে চূড়ান্ত মতামত নেওয়া হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন