নতুন শ্রম আইন পাশ হয় ২০১৯-২০ সালে। যদিও ওই চার আইনের বিস্তারিত নিয়ম তৈরির কাজ এখনও শেষ হয়নি। নতুন শ্রম আইনের চারটি মূল ভিত্তি হল, বেতন, শিল্প সম্পর্ক , সামাজিক সুরক্ষা এবং কর্মক্ষেত্রে চাকরি-জনিত সুরক্ষা-স্বাস্থ্য এবং কাজের পরিবেশ। শেষ পাওয়া খবর অনুসারে, আগামী কয়েকমাসের মধ্যেই কার্যকর হতে চলেছে নয়া শ্রম আইন। কিন্তু এই আইন তৈরি হওয়ার পরে কমবে কর্মীদের টেক হোম স্যালারির পরিমাণ। বাড়তে চলেছে পিএফ (PF) অবদানের পরিমাণ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন