Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

সরকারি জমিতে থাকা ধর্মীয় কাঠামো সরাতে হবে; নির্দেশ নবান্নের

 ১১:৪০ PM     kolkata     No comments   


সরকারি জমি বা 'পাবলিক প্লেস' দখল করে তৈরি হওয়া ধর্মীয় কাঠামো-সহ অন্যান্য দখলদারি সরিয়ে দেওয়ার নির্দেশ দিল নবান্ন। সরকারি নীতি অনুযায়ী দখলদারি সরিয়ে ফেলে দ্রুত সেই রিপোর্ট পাঠাতে হবে প্রশাসনের সদর দফতরে।
আট জেলার জেলাশাসকদের এই বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। সরকারি জমি বা জনসাধারণের ব্যবহার করার জায়গায় গজিয়ে উঠেছে অবৈধ দখলদার। মন্দির বা মাজারের মতো ধর্মীয় কাঠামোও রয়েছে। তার ফলে জনস্বার্থে নেওয়া বেশ কিছু পরিকাঠামোগত উন্নয়নের কাজ ব্যাহত হয়। রাস্তা সম্প্রসারণ-সহ বিভিন্ন প্রকল্পের কাজে সমস্যার মুখোমুখি হতে হয় সরকারকে। মানুষের জন্য নেওয়া পরিকাঠামো উন্নয়নের প্রকল্পগুলি আটকে যায়। পরিষেবা থেকে বঞ্চিত হন সেই এলাকার মানুষই। এই সমস্যা মেটাতে তৎপর হচ্ছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, রাজ্যের আটটি জেলায় এই ধরনের কাঠামো সরিয়ে দিতে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও কালিম্পংয়ের জেলাশাসকদের জানানো হয়েছে, সরকারি নীতি অনুযায়ী এই কাজ করতে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

পথ দুর্ঘটনায় আহত মদন মিত্র!

 ৯:৩৬ PM     kolkata     No comments   

 

পথ দুর্ঘটনায় আহত তৃণমূল বিধায়ক মদন মিত্র। বাইক চালিয়ে বেলঘরিয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বাইক থেকে পড়ে গিয়ে আহত হন মদন মিত্র। বিটি রোডের কাছে রথতলায় বাইক চালিয়ে যাওয়ার সময় তাঁর লরির সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা হয় তাঁর। আপাতত সুস্থ মদন মিত্র। বিটি রোডে একটি পুষ্প প্রদর্শনী চলছে। ওই অনুষ্ঠানে যোগ দিতেই যাচ্ছিলেন মদন মিত্র। রাস্তায় অতিরিক্ত যানজটের জেরে অনুষ্ঠানে পৌঁছতে দেরি হচ্ছিল। তাই তৃণমূল বিধায়ক গাড়ির বদলে বাইকে চড়ে পুষ্প প্রদর্শনীতে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন।

সেই মতো গাড়ি থেকে নেমে বাইকে চড়েন তিনি। তবে বাইকে চড়ার পরই ঘটল বিপত্তি। কিছুটা পথ যাওয়ার পর একটি লরি বিধায়কের বাইকের মুখোমুখি চলে আসে। লরিচালককে ডানদিক দিয়ে যাওয়ার কথা বলেন বিধায়ক। তবে লরিচালক বুঝতে পারেননি। তিনি বাঁদিক দিয়েই যাওয়ার চেষ্টা করেন। তাতেই বাইকের সঙ্গে ধাক্কা লেগে যায়। পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। লরিচালককে মারধর করতে উদ্যত হয় সকলে। তবে তাতে বাধা দেন খোদ তৃণমূল বিধায়ক। মদন মিত্র জানান, মৃত্যুমুখ থেকে বেঁচে ফিরলেন তিনি। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

নিয়োগ নিয়ে ফের বড় ধাক্কা খেল রাজ্য; গোটা প্যানেলই বাতিলের নির্দেশ

 ৯:০২ PM     kolkata     No comments   

 

বিতর্ক পিছু ছাড়ছে না রাজ্যের। ফের নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ উঠল। এবার রাজ্য পুলিশের কনস্টেবল পদে দুর্নীতির অভিযোগ। গোটা প্যানেলই বাতিল করে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের প্রকাশিত চূড়ান্ত প্যানেল শুক্রবার বাতিল করে দিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল আদালত বা স্যাট (SAT)।  রিসার্ভেশন নীতি প্রয়োগ না করে প্যানেল প্রকাশের অভিযোগের জেরে স্যাটে বাতিল হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল (মেল) ২০১৯ সালের প্যানেল। অভিযোগ, এই প্যানেল তৈরির সময় সংরক্ষণের যে নীতি তা মানা হয়নি। এরপরই স্যাটে মামলা করেন চাকরিপ্রার্থীরা।

আকাশ ভুঁইয়্যা-সহ ৩৭৫ জন পরীক্ষার্থী এই মামলা দায়ের করেন। এদিন, শুক্রবার সেই মামলারই শুনানি ছিল। বিচারপতি সৌমিত্র পাল (চেয়ারম্যান) ও সৈয়দ আহমেদ বাবার (অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার) ডিভিশন বেঞ্চ এদিন জানান, এই অভিযোগের স্বপক্ষে উপযুক্ত প্রমাণ রয়েছে। এরপরই তিনি এই প্যানেল বাতিল করে দেওয়ার নির্দেশ দেন। ২০১৯ সালে যে প্যানেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড প্রকাশ করেছিল, তার জন্য পরীক্ষা দেন লক্ষাধিক প্রার্থী। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

দেশের সব রাজ্যে স্কুল কি খুলবে? নয়া নির্দেশিকা জারি করতে পারে কেন্দ্র

 ৫:৫৩ PM     India     No comments   

 

দেশের সব রাজ্যে স্কুল খোলা নিয়ে অ্যাডভাইসরি জারি করতে পারে কেন্দ্রীয় সরকার। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা ANI জানিয়েছে, কী ব্যবস্থা নিয়ে স্কুল খোলা যেতে পারে সে বিষয়ে ন্যাশনাল এক্সপার্ট গ্রুপের কাছে পরামর্শ চেয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সূত্রের খবর, ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিনেশনে অগ্রগতি দেখে কেন্দ্র স্কুল খোলার বিষয়ে ভাবছে। তবে কীভাবে, কবে থেকে স্কুল খোলা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব রাজ্যগুলির ওপরই ছাড়ার পক্ষপাতী কেন্দ্র, এমনটাই সূত্রের খবর।  

এদিকে, করোনা আতঙ্ক কাটিয়ে এবার খুলে যাক রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান।

এই দাবিতে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে। শুক্রবার তার সবকটি একসঙ্গে শুনানি হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। কবে নাগাদ স্কুল খোলার কথা ভাবছে রাজ্য সরকার? এ নিয়ে সওয়াল-জবাবে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আবেদন করেন, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও এক সপ্তাহ সময় লাগবে। সেই আবেদন মঞ্জুর করেন প্রধান বিচারপতির বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানি ১৪ ফেব্রুয়ারি। 

এদিন, শুক্রবারের সওয়াল-জবাবে রাজ্যের পক্ষে এজি (AG) জানান, রাজ্য সরকারই স্কুল খুলতে সবচেয়ে আগ্রহী। কারণ, তারা মনে করেন, অনলাইন ক্লাসের চেয়ে ক্লাসরুমে সশরীরে গিয়ে পড়াশোনা অনেক বেশি ফলপ্রসূ। কিন্তু এমন যেন না হয় যে সংক্রমণের কারণে ফের স্কুল বন্ধ হয়ে যায়। এখনও ছোটদের করোনা ভ্যাকসিনেশন সম্পূর্ণ হয়নি। ১৫ থেকে ১৮ বছর বয়সিরা টিকা পাচ্ছে। কিন্তু তার চেয়ে কমবয়সিদের টিকাকরণ কবে হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিকে, ওমিক্রনের সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে। এই সব দিক মাথায় রেখে স্কুল খোলা নিয়েই সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। সূত্রের খবর, ছোটদের ৮৫ শতাংশ টিকা না হলে স্কুলে পড়ুয়াদের আনতে চায় না সরকার। 

মামলাকারীদের আইনজীবীদের  বক্তব্য, এভাবে সময় নষ্ট করছে সরকার। এত কিছু হচ্ছে, শুধু স্কুল, কলেজ কেন বন্ধ? আগামী এক সপ্তাহের মধ্যে স্কুল খোলার চূড়ান্ত দিনক্ষণ জানাতে পারে রাজ্য সরকার। যদিও এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী, এমনই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। মুখ্যমন্ত্রীর দিনক্ষণ জানালে, তবেই তা আদালতে পেশ করতে পারেন অ্যাডভোকেট জেনারেল।  

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় সিদ্ধান্ত সংসদের!

 ৫:২৭ PM     kolkata     No comments   

 

এবারের উচ্চমাধ্যমিকের পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। প্রাক্টিক্যাল ক্লাস এবার অনলাইনে নিতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। মূলত ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির প্রাক্টিক্যাল ক্লাস অনলাইনে আপলোড করে দেবে সংসদ। ৩১ জানুয়ারির মধ্যেই এই কাজ শেষ করে দেবে সংসদ।

পয়লা ফেব্রুয়ারি থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট এবং বাংলা শিক্ষা পোর্টাল মারফত ছাত্রছাত্রীরা অনলাইনে প্র্যাকটিক্যাল ক্লাসগুলি দেখতে পারবে। এর ফলে ছাত্রছাত্রীদের শেষ মুহূর্তে প্রাক্টিক্যাল ক্লাস সম্পর্কে আরও বিস্তারিত ধারণা তৈরি হবে বলেই মনে করছে সংসদ। মূলত ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকেই প্র্যাক্টিকাল পরীক্ষা শুরু। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে এই প্রাক্টিক্যাল ক্লাসগুলি অনেকটাই উপকারী হবে বলেই মনে করছে সংসদ। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

স্কুল খুলবে, দিনক্ষণ জানাতে এক সপ্তাহ সময় চাইল রাজ্য, আবেদন মঞ্জুর আদালতে

 ৪:৪৬ PM     kolkata     No comments   

 

করোনা আতঙ্ক কাটিয়ে এবার খুলে যাক রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান। এই দাবিতে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে। শুক্রবার তার সবকটি একসঙ্গে শুনানি হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। কবে নাগাদ স্কুল খোলার কথা ভাবছে রাজ্য সরকার? এ নিয়ে সওয়াল-জবাবে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আবেদন করেন, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও এক সপ্তাহ সময় লাগবে।
সেই আবেদন মঞ্জুর করেন প্রধান বিচারপতির বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানি ১৪ ফেব্রুয়ারি। 

এদিন, শুক্রবারের সওয়াল-জবাবে রাজ্যের পক্ষে এজি (AG) জানান, রাজ্য সরকারই স্কুল খুলতে সবচেয়ে আগ্রহী। কারণ, তারা মনে করেন, অনলাইন ক্লাসের চেয়ে ক্লাসরুমে সশরীরে গিয়ে পড়াশোনা অনেক বেশি ফলপ্রসূ। কিন্তু এমন যেন না হয় যে সংক্রমণের কারণে ফের স্কুল বন্ধ হয়ে যায়। এখনও ছোটদের করোনা ভ্যাকসিনেশন সম্পূর্ণ হয়নি। ১৫ থেকে ১৮ বছর বয়সিরা টিকা পাচ্ছে। কিন্তু তার চেয়ে কমবয়সিদের টিকাকরণ কবে হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিকে, ওমিক্রনের সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে। এই সব দিক মাথায় রেখে স্কুল খোলা নিয়েই সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। সূত্রের খবর, ছোটদের ৮৫ শতাংশ টিকা না হলে স্কুলে পড়ুয়াদের আনতে চায় না সরকার। 

মামলাকারীদের আইনজীবীদের  বক্তব্য, এভাবে সময় নষ্ট করছে সরকার। এত কিছু হচ্ছে, শুধু স্কুল, কলেজ কেন বন্ধ? আগামী এক সপ্তাহের মধ্যে স্কুল খোলার চূড়ান্ত দিনক্ষণ জানাতে পারে রাজ্য সরকার। যদিও এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী, এমনই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। মুখ্যমন্ত্রীর দিনক্ষণ জানালে, তবেই তা আদালতে পেশ করতে পারেন অ্যাডভোকেট জেনারেল। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

আর্থিক সংকটের জেরে পেনশন বন্ধ; উদ্বেগে কর্মীরা

 ৯:৪২ PM     kolkata     No comments   

 

ব্যাপক আর্থিক সংকট! এর জেরেই বন্ধ হল কলকাতা পুরসভার পেনশন। ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে তা জানানো হয়েছে। আচমকা এমন ঘোষণায় স্বভাবতই উদ্বেগে পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা।
চিন্তিত ঠিকা কর্মীরাও। কারণ, গত ৮-৯ মাস ধরে তাঁদের প্রাপ্য বকেয়া রয়েছে। এই পরিস্থিতিতে কবে টাকা পাবেন, তা নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে আর্থিক হাল দ্রুত ফেরানোর আশ্বাস দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। 

গত বছরের ডিসেম্বরে কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে মেয়র পদে বসেন ফিরহাদ হাকিম। শপথ নেওয়ার দিনই তিনি জানিয়েছিলেন, বিপুল দেনা মাথায় নিয়ে মেয়রের চেয়ারে বসছেন, আর্থিক টানাটানির মধ্যেই তাঁকে কাজ চালিয়ে যেতে হবে। যা কঠিন চ্যালেঞ্জের বিষয়। তবে দায়িত্ব নিয়েই সমাধানের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন ফিরহাদ। রাজ্য সরকারের কাছে ৭০০ কোটি টাকা দেওয়ার আবেদন জানান। এর পাশাপাশি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তরফে ২০০০ কোটি টাকা ঋণ নেওয়া হয়। এভাবেই বকেয়া পূরণ করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন মেয়র। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • রিঙ্কুদের হুঁশিয়ারি ভারতীয় কোচের!
    শ্রীলঙ্কাকে হারিয়েও কোচ গৌতম গম্ভীরের মুখে হাসি ফোটাতে পারছেন না ভারতীয় ক্রিকেটারেরা। তিন ম্যাচের সিরিজে নজর কেড়েছেন তরুণ ক্রিকেটারেরা। ...
  • 'যোগ্যরাই দলে সুযোগ পাবে'; হারের পর কাকে টার্গেট করে এমন মন্তব্য করলেন রোহিত শর্মা
      গত ২৭ বছরে এমনটা দেখতে হয়নি ভারতীয় ক্রিকেট প্রেমীদের। যা এ বার দেখতে হল। এই হারের পরে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মন ভেঙেছে। দ্বিপাক্ষিক ও...
  • ব্যাট হাতে তাণ্ডব মহম্মদ সামির!
    জাতীয় দলে কবে ফিরবেন মহম্মদ সামি? ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে এটাই বড় প্রশ্ন। ওয়ান ডে বিশ্বকাপের পর চোটের কারণে মাঠের বাইরে ভারতের তার...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates