বৃহস্পতিবার সাতসকালে জলপাইগুড়িতে সিবিআই হানা। প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মী দীপঙ্কর দাসের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান। যা নিয়ে শোরগোল ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি শহরের রেসকোর্স পাড়ায় পুলিশ কর্মী দীপঙ্কর দাসের বাড়িতে হানা দেয় সিবিআই এর একটি দল। বর্তমানে জলপাইগুড়ি জেলা পুলিশে কর্তব্যরত দীপঙ্কর দাস। একসময় প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। বৃহস্পতিবার রেসকোর্স এলাকায় তাঁর বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় জওয়ানরা। তারপর অভিযান চালায় সিবিআই। সিবিআই এর অফিসারেরা প্রায় দু-ঘন্টা বাড়ির ভেতর তল্লাশি চালান। বেশ কিছু কাগজপত্র খতিয়ে দেখেন তাঁরা। তবে কী কারণে এই তল্লাশি অভিযান তা স্পষ্ট নয়। সিবিআই আধিকারিকরাও কিছু স্পষ্ট করে জানাননি।
বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
লাহোর, করাচিতে পরপর বিস্ফোরণ; শেষ পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম
পাকিস্তানে পরপর ড্রোন হামলা চালাচ্ছে ভারত। এবার ধ্বংস করে দেওয়া হয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম। বৃহস্পতিবার পাকিস্তানের ৯টি শহরে ড্রোন হামলা হয়েছে। শিয়ালকোট এবং লাহোরে এয়ার ডিফেন্স ইউনিটগুলি ভয়াবহ ক্ষতিগ্রস্থ হয়েছে।
সূত্র আরও জানিয়েছে যে চিনে তৈরি HQ-9 মিসাইল ডিফেন্স সিস্টেম ইউনিটগুলিতে আঘাত করা হয়েছিল। যার ফলে পাকিস্তানি সেনাবাহিনী কার্যকরভাবে প্রতিরক্ষাহীন হয়ে পড়েছে। সূত্রের খবর, ড্রোন হামলায় পাকিস্তানি সেনা সদর দফতরের ৯টি মিসাইল ডিফেন্স সিস্টেম ইউনিটের ব্যাপক ক্ষতি হয়েছে।
সূত্রের আরও খবর, বৃহস্পতিবার সকালে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বৃহত্তম শহর লাহোরের ওয়ালটন রোডে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় সংবাদমাধ্যমের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, লাহোরের রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাসিন্দারা ভয়ে তাঁদের বাড়িঘর থেকে বেরিয়ে রাস্তায় জড়ো হচ্ছেন। উল্লেখ্য, সীমান্ত উত্তেজনার কারণে লাহোর এবং শিয়ালকোটের বেশ কয়েকটি বিমান রুট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল আগেই।
বুধবার, ৭ মে, ২০২৫
'অপারেশন সিঁদুরে' কোমর ভেঙে পাল্টা গোলাবর্ষণ পাক সেনার; মৃত ১৫
পেহলগাঁও জঙ্গি হামলার মধুর প্রতিশোধ নিয়েছে ভারত। মঙ্গলবার গভীর রাতে 'অপারেশন সিঁদুর' অভিযান চালিয়ে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। এমন আবহে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পাক সেনাও। পাক সেনাকে 'যা খুশি' করার ছাড়পত্রও দিয়ে দিয়েছে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এই পরিস্থিতিতে পাকিস্তানের গোলাবর্ষণে কমপক্ষে ১৫ ভারতীয়ের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। বুধবার ভোরে ভারতীয় সশস্ত্র বাহিনী 'অপারেশন সিঁদুরের' পরেই পাকিস্তান সেনা সীমান্তে শুরু করেছে ভারী গোলবর্ষণ। পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের একাধিক জায়গায় জঙ্গি শিবিরগুলিতে হামলা চালিয়েছে ভারতীয় সেনা। এরপর থেকেই নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণে কমপক্ষে ১৫ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। ৪৩ জন আহত হয়েছেন। সংবাদসংস্থা ANI সূত্রে এমনই খবর। জানা গিয়েছে, অপারেশন সিঁদুরের জবাব দিতে পাকিস্তান গোলাগুলি-শেল ছুড়তে শুরু করে। পুঞ্চ ও তাংধর এলাকায় চলে বেপরোয়া বোমা বর্ষণ। তাতে ১৫ জনের মৃত্যু হয়। পুঞ্চ এবং রাজৌরিতে নিয়ন্ত্রণ রেখা(LOC) বরাবর সামনের গ্রামগুলিতে ভারী মর্টার শেল নিক্ষেপ করে চলেছে পাকিস্তান সেনাবাহিনী। গোলাগুলিতে দুই সিআরপিএফ জওয়ানও আহত হয়েছেন। দুজনের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন অফিসাররা।
আচমকা অবসর ঘোষণা করলেন রোহিত শর্মা!
শোনা যাচ্ছিল, রোহিত শর্মা নিজেই ইংল্যান্ড সফরে নাও যেতে পারেন। সম্প্রতি টেস্ট ক্রিকেটে রোহিতের ব্যাটে বড় রান নেই। শেষ ১০ টেস্টে রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে মাত্র ১৬৪ রান। তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। এমন আবহে এবার অবসর ঘোষণা করেই ফেললেন রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর অনেকেই ভেবেছিলেন, রোহিত শর্মা আসন্ন ইংল্যান্ড সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। তবে তা আর হচ্ছে না। রোহিত শর্মাকে আর ভারতীয় দলের টেস্ট জার্সিতে দেখা যাবে না। এর আগে টি-২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত। এবার টেস্ট থেকেও সরে দাঁড়ালেন। ফলে রোহিত শর্মাকে আর দেখা যাবে শুধুমাত্র একদিনের ক্রিকেটে। তবে কোনও প্রেস কনফারেন্স করে ঘোষণা করলেন না হিটম্যান। শুধুমাত্র একটি ছবি পোস্ট করে টেস্ট থেকে অবসর ঘোষণা করে দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অবসরের কথা ঘোষণা করে দিলেন তিনি। লাল বলের ক্রিকেটে তাঁর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল। যার জেরে তিনি নেতৃত্ব হারাতে পারেন বলে বিসিসিআই সূত্রে জানা গিয়েছিল। এমন ইঙ্গিত পাওয়ার পরই কি রোহিত অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললেন! তা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।
প্রত্যাঘাত করবেই পাকিস্তান! তৈরি ভারতীয় বায়ুসেনা
পাল্টা প্রত্যাঘাত করবেই পাকিস্তান। 'অপারেশন সিঁদুরে' আঁতে ঘা লেগেছে পাকিস্তানের। এবার তার বদলা নিতে চায়। এই বিষয়ে নিশ্চিত ভারতীয় বায়ুসেনাও। তাই প্রস্তুত তারাও। ইতিমধ্যেই হয়ে গিয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক। সূত্রের খবর, পহেলগাঁও হামলার প্রত্যাঘাতেই ভারত পাকিস্তানে ঢুকে 'অপারেশন সিঁদুর' চালিয়েছে। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের এই আঘাতের সেভাবে জবাব দিতে পারেনি পাকিস্তান। তবে এই প্রত্যাঘাত পাকিস্তানে সামরিক শক্তির থেকে বেশি আত্মবিশ্বাসে লেগেছে। তাই তারাও পাল্টা হামলা চালাতে পারে।
এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত ভারতীয় বায়ুসেনা। ইতিমধ্যেই নিজেদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন দেশের সবক’টি বায়ুসেনা কমান্ডের কর্তা এবং শীর্ষ আধিকারিকরা। জানা গিয়েছে, মূলত ভারতের আকাশ কীভাবে সুরক্ষা ব্যবস্থা দিয়ে সম্পূর্ণ মুড়ে ফেলা যায়, সেটাই ছিল আলোচনার মূল বিষয়বস্তু। এছাড়াও পাকিস্তানের দিক থেকে যদি স্ট্রাইক হয়, তাহলে কোন কমান্ডের কী দায়িত্ব থাকবে এবং কীভাবে এই প্রত্যাঘাতে জবাব আকাশ থেকে আকাশে দেবে, সেটাও কার্যত স্থির হয়ে গিয়েছে বলে বায়ুসেনা সূত্রে খবর।
পাকিস্তান ইতিমধ্যেই নিজেদের এয়ারস্পেস বন্ধ করে দিয়েছে। সংসদে জরুরি অধিবেশন ডেকেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সব দলকে একজোট থাকার অনুরোধ করেছেন।
মাসুদ আজহার জীবিত না মৃত?
ভারতের অপারেশন সিঁদুরে কি মৃত জঙ্গি নেতা মাসুদ আজহার? মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরের বাহওয়ালপুরের একটি বড় জঙ্গি ডেরা গুঁড়িয়ে দিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী। ওই জঙ্গি শিবিরটি মাসুদ আজহারের জঙ্গি সংগঠন জৈশ ই মহম্মদ দ্বারা পরিচালিত হত বলেই খবর পাওয়া গিয়েছে। বলে রাখা ভাল, ২০০১ সালে ভারতে সংসদ হামলার মূল চক্রী ছিলেন এই মাসুদ আজহার।
সূত্রের খবর, বাহাওয়ালপুরের এই জঙ্গি শিবিরে নিয়মিত যাতায়াত ছিল মাসুদ আজহারের। গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অত্যন্ত গোপনে মঙ্গলবার গভীর রাতে সেখানেই আকাশ পথে নিঁখুত হামলা চালায় ভারত। সূত্রের খবর, ভারত যে জায়গায় হামলা চালিয়েছে সেটি জৈশের সদর দফতরের চৌহদ্দির মধ্যেই ছিল। বছরের পর বছর ধরে এই জঙ্গি ঘাঁটিতেই পাকিস্তানের সেনা কর্তা, পাক গোয়েন্দা বাহিনীর সহযোগীরা এবং চরমপন্থী পাকিস্তানি মৌলবীরা একজোট হয়ে ভারত বিরোধী চক্রান্ত সাজাতেন বলে খবর। গত কয়েক মাস ধরেই জনসমক্ষে সেভাবে দেখা যায়নি মাসুদ আজহারকে। ২০২৪ সালের শেষ দিকে এই বাহাওয়ালপুরেই শেষবার প্রকাশ্যে দেখা মিলেছিল এই জঙ্গি নেতার। এর পর থেকেই তাঁর গতিবিধির উপরে নজর রাখছিলেন ভারতীয় গোয়েন্দারা। স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া ছবির পাশাপাশি বিশ্বস্ত সূত্র মারফত পাওয়া খবরে ভারতীয় গোয়েন্দারা নিশ্চিত ছিলেন, উঁচু পাঁচিল ঘেরা বাহাওয়ালপুরে জৈশের সদর দফতরের ওই চৌহদ্দির মধ্যেই অবস্থান ছিল মাসুদ আজহারের।
গোয়েন্দাদের কাছে আরও খবর ছিল, মাসুদ আজহারের সঙ্গে তাঁর ছেলেকেও নিয়মিত ওই জায়গায় দেখা যাচ্ছিল। নতুন জঙ্গি নিয়োগের দায়িত্বে ছিল মাসুদ আজহারের ছেলে। বিভিন্ন সময়ে উস্কানিমূলক ভাষণ দিতেও দেখা শোনা গিয়েছে তাকে৷
এখন সবথেকে বড় প্রশ্ন, অপারেশন সিঁদুরের পর মাসুদ আজহার কি জীবিত রয়েছেন? এখনও পর্যন্ত যা ইঙ্গিত মিলেছে, তাতে হামলার সময় মাসুদ আজহার ওই জায়গাতেই উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
পাকিস্তানের ৯ জায়গায় হামলা চালাল ভারত!
পহেলগাঁও হামলার জবাব অপারেশন সিঁদুর। মধ্যরাতে পাক জঙ্গিঘাঁটিতে হামলা ভারতের। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। প্রত্যাঘাতের পরই এক্স হ্যান্ডেলে সেনার তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, খতম ৮০ জঙ্গি। ইতিমধ্যেই পাকিস্তানের তরফে হামলার কথা স্বীকার করা হয়েছে বলে জানা গিয়েছে। যোগ্য জবাবের হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
পহেলগাঁও হামলার পরই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল ভারত। পাকিস্তানের উপর চাপ বাড়াতে একাধিক চুক্তি বাতিল করা হয়েছে। এরই মাঝে মঙ্গলবার পহেলগাঁওয়ের বদলা অপারেশন সিঁদুর ভারতীয় সেনার। গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। জানা গিয়েছে, বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনর সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। গোটা অপারেশনের নজরদারিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাতেই মন্ত্রকের তরফে হামলার বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে ৯টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে ‘প্রিসিশন স্ট্রাইক’ করা হয়েছে। যে সব জায়গায় বসে ভারতে সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানেই ভারত আঘাত হেনেছে।