মুর্শিদাবাদের প্রশাসনিক বৈঠকে কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে আমন্ত্রণ জানাল রাজ্য সরকার। যদিও সেই আমন্ত্রণ সাড়া দিলেন না অধীর। বহরমপুরের সাংসদকে প্রশাসনিক বৈঠক ডাকা নিয়ে ইতিমধ্যে বেশ চর্চা শুরু হয়েছে।
বঙ্গে বিজেপির শক্তি বৃদ্ধি শেষ কয়েকটি নির্বাচনে স্পষ্ট বোঝা গিয়েছে। এই রাজ্যে বিজেপিকে কোণঠাসা করতে কংগ্রেসকে কোনও বার্তা দিতে চাইছেন তৃণমূল সুপ্রিমো?
বুধবার বহরমপুরের রবীন্দ্র সদনে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। সেই বৈঠকে অধীর চৌধুরীকে আমন্ত্রণ জানান হয়। মুর্শিদাবাদ জেলার জেলা শাসকের তরফে বুধবারের প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হয়েছিল কংগ্রেস সাংসদকে। তবে সেখানে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়ে দিলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী। অধীর চৌধুরীও জানিয়ে দিয়েছেন, তাঁর পক্ষে বুধবার বহরমপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে উপস্থিত থাকা সম্ভব নয়। অধীর চৌধুরী চিঠিতে লিখেছেন, "সংসদ চলছে, ব্যস্ততার কারণে দিল্লিতে থাকায় বৈঠকে উপস্থিত থাকতে পারব না।"
বুধবার বহরমপুরের রবীন্দ্র সদনে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। সেই বৈঠকে অধীর চৌধুরীকে আমন্ত্রণ জানান হয়। মুর্শিদাবাদ জেলার জেলা শাসকের তরফে বুধবারের প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হয়েছিল কংগ্রেস সাংসদকে। তবে সেখানে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়ে দিলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী। অধীর চৌধুরীও জানিয়ে দিয়েছেন, তাঁর পক্ষে বুধবার বহরমপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে উপস্থিত থাকা সম্ভব নয়। অধীর চৌধুরী চিঠিতে লিখেছেন, "সংসদ চলছে, ব্যস্ততার কারণে দিল্লিতে থাকায় বৈঠকে উপস্থিত থাকতে পারব না।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন