Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

আচমকা অসুস্থ রাজ্যপাল সি ভি আনন্দ বোস!

 ২:১৫ PM     kolkata     No comments   

অসুস্থ রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ইতিমধ্যে তাঁকে ভর্তি করানো হয়েছে কমান্ড হাসপাতালে। জানা গিয়েছে, তাঁর বুকে  ব্যথা রয়েছে। অসুস্থ রাজ্যপালকে দেখতে হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, "গভর্নর সাহেবকে দেখতে গিয়েছিলাম, ওঁর শরীরটা খারাপ। এখন মেদিনীপুরে যাচ্ছি ওখানে অনুষ্ঠান আছে।" 

প্রাথমিকভাবে সূত্রের খবর, সোমবার সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপালের সুগার ফল করে ও আচমকা বুকে ব্যথা অনুভব করেন তিনি। এরপরেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজ্যপালকে। আপাতত কমান্ড হাসপাতালে চেস্ট ডিপার্টমেন্টে চিকিৎসকরা দেখছেন তাঁকে। এখনও পর্যন্ত অন্য কোনও হাসপাতালে রেফার করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কম্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বেঁধে রেখে ছুরি ও কাচের বোতলের আঘাতে প্রাক্তন পুলিশকর্তাকে খুন করেন স্ত্রী!

 ১২:৩৪ PM     India     No comments   

কর্নাটকের প্রাক্তন পুলিশপ্রধান ওম প্রকাশের রহস্যময় মৃত্যু ঘিরে চাঞ্চল্য চরমে। রবিবার তাঁকে নিজের বেঙ্গালুরুর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্রাক্তন ওই পুলিশকর্তার স্ত্রী পল্লবী এবং কন্যাকে রবিবার রাত থেকে টানা ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জেরায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে বলে সূত্রের খবর।  তদন্তকারীরা জানতে পেরেছেন, রবিবার দুপুরে স্ত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন ৬৮ বছরের ওম। তখনই তাঁর দিকে লঙ্কাগুঁড়ো ছুড়ে মারা হয়। স্বামীকে দড়ি দিয়ে বেঁধে ধারালো অস্ত্রের আঘাত করেন স্ত্রী। সেই আঘাতেই মৃত্যু হয়েছে ওমের। খুনের পর বান্ধবীকে ফোন করে তাঁর স্ত্রী বলেন, 'রাক্ষসটাকে মেরে ফেলেছি'। রবিবার বেঙ্গালুরুর বাড়ি থেকে ওমের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। সেই সময়ে স্ত্রী ছাড়াও বাড়িতে ছিলেন প্রাক্তন পুলিশকর্তার কন্যা। খুনের ঘটনার সঙ্গে কন্যাও জড়িত কি না, খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, খুনের পর ওমের স্ত্রী যে বান্ধবীকে ফোন করেছিলেন, তিনি কর্নাটকেরই আর এক প্রাক্তন পুলিশকর্তার স্ত্রী। তাঁর কাছে খুনের কথা স্বীকারও করে নেন পল্লবী। সেই বান্ধবী নিজের স্বামীকে ঘটনার কথা জানান এবং তাঁর মাধ্যমে খবর পায় পুলিশ। জিজ্ঞাসাবাদে পুলিশ আরও জানতে পেরেছে, সম্পত্তি নিয়ে স্ত্রীর সঙ্গে ওমের বিবাদ ছিল। সম্প্রতি কোনও একটি সম্পত্তি তিনি এক আত্মীয়ের নামে লিখে দিয়েছিলেন। যাতে রাজি ছিলেন না পল্লবী।  রবিবার দুপুরেও তা নিয়েই দু-জনের মধ্যে ঝামেলা হয় বলে প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান। ঝগড়া চলাকালীন প্রাক্তন পুলিশকর্তাকে লক্ষ্য করে লঙ্কার গুঁড়ো ছুড়ে মারেন মহিলা। তার পর তাঁকে দড়ি দিয়ে ঘরের মধ্যেই বেঁধে ফেলেন। দু-টি ধারালো ছুরি দিয়ে ওমকে আঘাত করা হয়েছে বলে জানা গিয়েছে। মারা হয়েছে একটি কাচের বোতল দিয়েও। প্রাক্তন পুলিশকর্তার পেটে এবং বুকে একাধিক আঘাতের চিহ্ন ছিল। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তার রিপোর্ট দেখে খুনের ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। 

পুলিশ সূত্রে খবর, বাড়ির একতলায় থাকতেন ওম এবং তাঁর স্ত্রী। কন্যা থাকতেন উপরের তলায়। ঘটনার সময়ে তিনি কোথায় ছিলেন, খতিয়ে দেখা হচ্ছে। ওই সময়ে বাড়িতে আরও এক জন উপস্থিত ছিলেন। বেঙ্গালুরু পুলিশের সহকারী কমিশনার বিকাশ কুমার জানিয়েছেন, রবিবার বিকেল ৪টে নাগাদ ওমের মৃত্যুর খবর পান তাঁরা। 

১৯৮১ সালের ব্যাচের আইপিএস আধিকারিক ছিলেন ওম। বিহারের চম্পারণ এলাকার বাসিন্দা ছিলেন তিনি। ২০১৫-১৭ সাল পর্যন্ত কর্নাটকের ডিজিপি ছিলেন। ২০১৭ সালে কর্নাটক পুলিশের প্রধান পদে থাকাকালীনই অবসর নেন।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

পরিস্থিতি নিয়ন্ত্রণে, আতঙ্ক এখনও কাটেনি: সিভি আনন্দ বোস

 ৭:৪২ PM     kolkata     No comments   


নিহতের স্ত্রী তাঁর পা ধরে কান্নায় ভেঙে পড়েছেন। আবার আক্রান্তরা তাঁর কাছে গোটা ঘটনার বর্ণনা করতে গিয়ে কেঁদে ফেলেছেন। শনিবার মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকা পরিদর্শনের পর রাজ্যপাল সিভি আনন্দ বোস বললেন,"পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। কিন্তু, মানুষের আতঙ্ক কাটেনি।" একইসঙ্গে তিনি বললেন, বর্বরোচিত হামলা হয়েছে।

আর এদিন মুর্শিদাবাদের হিংসা কবলিত একাধিক এলাকা পরিদর্শন করেন তিনি। জাফরাবাদে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন বোস। নিহত বৃদ্ধের স্ত্রী রাজ্যপালের পা ধরে কান্নায় ভেঙে পড়েন। বেতবোনাও যান তিনি।  সেখানে রাজ্যপালের সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় আক্রান্তদের।

আক্রান্তদের সঙ্গে দেখা করার পর সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল। সেখানে তিনি বলেন, "মানুষের জীবন রক্ষা করা সাংবিধানিক দায়িত্ব। রাজ্যপাল হিসেবে কর্তব্য পালন করব। আমি জনগণের জন্য, জনগণের সঙ্গে রয়েছি। রাজ্যপাল হিসেবে সেই শপথ নিয়েছি। আমি বাংলার মানুষের সঙ্গে রয়েছি।" এর পরে তিনি বলেন, "জনগণের কী দরকার আর জনগণ কী চায়, এই দুটোর পার্থক্য বুঝতে পারছি।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বেতন বাড়ানোর দাবি; ক্লাস বয়কটের ডাক

 ৭:২৫ PM     kolkata     No comments   



স্কুলে স্কুলে ফের ক্লাস বয়কটের পথে পার্শ্ব শিক্ষকদের একটা বড় অংশের। এবার বেতন বাড়ানোর দাবিতে ক্লাস বয়কটের ডাক পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের। আগামী সোমবার ও মঙ্গলবার এবং বৃহস্পতি ও শুক্রবার, এই চার দিন ক্লাস বয়কটের ডাক দিল পার্শ্ব শিক্ষকদের বড় অংশ। 


সূত্রের খবর, রাজ্যজুড়ে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে প্রায় ৪২ হাজার পার্শ্ব শিক্ষক এই ক্লাস বয়কট কর্মসূচিতে যোগ দেবে বলেই দাবি রাজ‍্যের পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের। এর আগেও তিন দিন ধরে ক্লাস বয়কট করেছিল পার্শ্ব শিক্ষকদের একাংশ।

সুপ্রিম কোর্টের নির্দেশকে ঘিরে বেশিরভাগ স্কুলেই তৈরি হয়েছে অচলাবস্থা। স্কুলে শিক্ষক শিক্ষিকাদের অভাবের কারণে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের। তাদের উপর চাপ অনেকখানি বেড়েছে বলেই দাবি জানিয়েছিলেন পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের একাংশ। তাই বেতন বাড়ানোর ডাক পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার নবান্ন অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত ‘বঞ্চিত চাকরিপ্রার্থী’দের মঞ্চ!

 ৫:৫৭ PM     kolkata     No comments   

 


স্থগিত ‘বঞ্চিত চাকরিপ্রার্থী’দের নবান্ন অভিযান। আগামী সোমবার ‘বঞ্চিত চাকরিপ্রার্থী’দের বেশ কয়েকটি সংগঠন মিলে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। তার দু’দিন আগে এই অভিযান শনিবাস্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন ঐক্যমঞ্চের নেতা আশিস খামরুই। ঐক্যমঞ্চের তরফে ইতিমধ্যে পুলিশকে চিঠি দিয়ে নবান্ন অভিযান স্থগিতের কথা জানানো হয়েছে। ঐক্যমঞ্চ সূত্রে খবর, শুক্রবার ভবানী ভবন, লালবাজার এবং হাওড়া পুলিশ কমিশনারেটের শীর্ষকর্তাদের সঙ্গে মঞ্চের নেতাদের বৈঠক হয়। সেই বৈঠকে পুলিশের শীর্ষকর্তারা মঞ্চের নেতাদের আশ্বাস দেন, তাঁদের দাবিদাওয়ার ব্যাপারে সরকারকে জানানো হবে। কথা বলা হবে মুখ্যসচিবের সঙ্গে। যত দ্রুত সম্ভব যাতে তাঁদের সমস্যার সমাধান হয়, তাঁরা সেই চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন পুলিশকর্তারা। এর পরেই নবান্ন অভিযান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। মঞ্চের আহ্বায়ক আশিস বলেন, "পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বার বার বৈঠক হয়েছে। আমাদেরকে এখন নবান্ন অভিযান না করার অনুরোধ করা হয়েছিল। আমাদের বলা হয়েছে যে, আমাদের দাবি বিবেচনা করা হবে। সেই জন্য সময় চাওয়া হয়েছে। তা ছাড়া নানা জায়গায় বেশ কিছু ঘটনা ঘটেছে। রাজ্যপাল সেখানে যাচ্ছেন। পরিস্থিতি মোকাবিলায় পুলিশকেও হিমশিম খেতে হচ্ছে। এ সব ভেবে আমরা নবান্ন অভিযান স্থগিত করলাম।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

'সরকারের বাইরে কেউ যদি অতিরিক্ত ত্রাণ দেয় অসুবিধা কোথায়?' রাজ্যকে প্রশ্ন বিচারপতির

 ৪:৫২ PM     kolkata     No comments   

এবার মুর্শিদাবাদে ত্রাণের সামগ্রী নিয়ে যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শর্তসাপেক্ষ অনুমতি দিলেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতির নির্দেশ, ত্রাণ নিয়ে তিন জনের টিম যাবে উপদ্রুত এলাকাগুলিতে। গোটা বিষয়টি আগেই জেলাশাসককে জানাতে হবে। কোনও ঘৃণ্য বক্তব্য রাখা যাবে না ত্রাণ দেওয়ার সময়। 

উল্লেখ্য, মুর্শিদাবাদে অশান্তির জেরে বর্তমানে বহু মানুষ এখনও ঘরছাড়া। বেশকিছু দোকানপাঠ পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা।  গৃহহীনদের অনেকেই আশ্রয় নিয়েছেন স্থানীয় স্কুলগুলিতে। এই সকল দুঃস্থদের ত্রাণ দিতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল 'খোলা হাওয়া' নামে একটি সংগঠন। তাদের অভিযোগ, এই ত্রাণ নিয়ে যেতে দেওয়া হচ্ছে না। সেই মামলারই শুনানি ছিল এ দিন আদালতে। কোর্টের নির্দেশ, শনিবার থেকে ত্রাণ বণ্টন করতে পারবেন তারা। মামলার পরবর্তী শুনানি ৫ মে। 

বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন করেন, 'সরকারের বাইরে কেউ যদি অতিরিক্ত ত্রাণ দিতে চায় আপনাদের আপত্তি কোথায়? কিসের আইন শৃঙ্খলার সমস্যা? কেন্দ্রীয় বাহিনী তো আছে সেখানে!' মামলাকারীর আইনজীবী বলেন, "শিশুদের খাবার, ত্রিপল, ইত্যাদি দেওয়া হবে। জেলা শাসক অনুমতি দেননি। ডিজি বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে তারপরেও কেন দেওয়া হচ্ছে না?"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সপ্তাহান্তে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বঙ্গে; জারি কমলা সতর্কতা

 ৩:২৩ PM     kolkata     No comments   

সপ্তাহান্তে যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সে কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। তবে শুক্রবার দুপুরেই যা পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে জারি করতে হল কমলা সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ১০ জেলায় সতর্কতা জারি করা হয়েছে। এদিন সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের একাধিক জেলায়। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ কালো মেঘে ছেয়ে গিয়েছে। যে কোনও সময় ঝেঁপে আসবে বৃষ্টি। আগামী ২-৩ ঘণ্টায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। 

শুক্রবার দুপুরে কলকাতা, হাওড়া, হুগলিতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই তিন জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়া উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমানে জারি হয়েছে লাল সতর্কতা। আগামী রবিবার পর্যন্ত আরও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। হুগলি, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া, আগামিকাল শনিবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে গরম বাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • ভাঙল শেহওয়াগের রেকর্ড; ইতিহাসের পাতায় ব্রুক
    ৩২২ বলে ৩১৭ রানের ঝকঝকে ইনিংস। ঝোড়ো ব্যাটিং করে হইচই ফেলে দিলেন হ্যারি ব্রুক। কেবল পাকিস্তানের বোলিং লাইন আপই নয়, ব্রুকের তাণ্ডবে ভাঙল বী...
  • বিধ্বংসী দুই স্পিনার; অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ যুব ভারতের
      বিধ্বংসী দুই স্পিনার আনমোলজিৎ সিংহ এবং মহম্মদ এনান। এই দু-জনের দাপটে চিপকে তিন দিনে অনূর্ধ্ব-১৯ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জিতল ভারত।...
  • নিউ জিল্যান্ড সিরিজের দল ঘোষণা ভারতের; কেন নেই শামি?
      সদ্য দুই টেস্টের সিরিজে বাংলাদেশকে সব বিভাগে পরাজিত করেছে ভারত। এবার ঘোষিত হল নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার স্কোয়া...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates