রাজ্যের প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষাদফতর। সেই মতো প্রায় ১৮ হাজার স্কুলকে চিহ্নিত করা হবে বলে জানান হয়ে ছিল। কিন্তু পরিকাঠামোর অভাবে প্রায় তিন হাজার স্কুলে প্রাথমিকে পঞ্চম শ্রেণী চালু করা গেল না।
শিক্ষাদফতর সূত্রে এমনটাই তথ্য পাওয়া গিয়েছে। তবে আগামী বছর বাকি স্কুলগুলিতেও এই শ্রেণী চালু করে পরিকল্পনা আছে। কিন্তু প্রশ্ন হল, তালিকা তৈরি করার পরও কেন সব স্কুলে এই পঞ্চম শ্রেণী চালু করা গেল না? এর জন্য অবশ্য স্কুলের ভূয়ো রিপোর্টকেই দায়ী করেছেন শিক্ষাদফতরের কর্তারা।
প্রসঙ্গত, বহুদিন ধরেই প্রাথমিকে পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিচ্ছিল সরকার।
এবছর থেকে হবে, তা নিয়ে প্রস্তুতিও শুরু করে দেয় দফতর। তবে শেষবেলায় পরিকাঠামোর দোহাই দিয়ে খোদ শিক্ষামন্ত্রীই সংশয় প্রকাশ করেন। কিন্তু শেষমেশ প্রায় ১৮ হাজার স্কুলকে চিহ্নিত করা হয়, যেখানে এই ক্লাস চালু করা যাবে। দফতর সূত্রে জানা গিয়েছে, কত স্কুলে তা চালু হল, তা নিয়ে চলতি মাসেই একটি বৈঠক ডাকা হয়। সেখানে জেলা পরিদর্শকদের থেকে সংগৃহীত রিপোর্টে দেখা যাচ্ছে, ১৫ হাজারের কিছু বেশি স্কুলে উচ্চ প্রাথমিক থেকে প্রাথমিকে পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকিগুলিতে করা যায়নি। তবে সেই তালিকায় কলকাতার কোনও স্কুল নেই বলেই খবর। যদিও যে সব স্কুলে পঞ্চম শ্রেণিকে অন্তর্ভুক্ত করা হল সেই সব স্কুলে বাড়তি শিক্ষক দরকার। সেই সমস্যা কি করে সমাধান করবে সরকার বা শিক্ষাদফতর তা এখনও জানা যায় নি।
প্রসঙ্গত, বহুদিন ধরেই প্রাথমিকে পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিচ্ছিল সরকার।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন