গোটা ভারতের মতন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ১৭৮।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। সব মিলিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ১২। শনিবার রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানালেন, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ২ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৭ জন।
এখনও পর্যন্ত রাজ্যে ৪ হাজার ৬৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সরকারি কোয়ারেন্টাইনে রয়েছেন ৩ হাজার ৮৫৮ জন ও গৃহ পর্যবেক্ষণে রয়েছেন ৩৫ হাজার ২০৯ জন।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন