গোটা দক্ষিণবঙ্গ জুড়েই চলছে বর্ষার তান্ডব। মৌসুমী বায়ুর প্রভাব, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলা জুড়ে। মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের আকাশ মেঘলা। এদিন দুপুরে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী তিন ঘণ্টায় ঝেঁপে বৃষ্টি আসছে রাজ্যের পাঁচ জেলায়। জুলাই মাসের শুরুর দিনেই হাওয়া অফিসের তরফে জানানো হয়, আগামী তিন ঘণ্টায় উত্তর ২৪ পরগনা, বীরভূম, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার সকালে জানা যায়, ক্রমেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। উপকূল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থানকারী নিম্নচাপ এগোচ্ছে আরও উত্তর-পশ্চিম দিকে। ফলে দুর্যোগের সময় এগিয়ে আসছে আরও, তেমনটাই মত হাওয়া অফিসের। জুলাইয়ের প্রথম দিন থেকেই, আগামী একসপ্তাহ টানা প্রবল বর্ষণে ভাসবে বাংলার এদিক-ওদিক। উল্লেখ্য, রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কাছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় ঘূর্ণাবর্তের প্রভাবে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে।